ইজরায়েল হামাসের মধ্য যুদ্ধে এবার নয়া মোড়। হামাসের দ্বারা ইজরায়েলি পণবন্দিদের নিয়ে যাওয়ার জন্য এবার আর্ন্তজাতিক আদালতে মামলা করতে চলেছে পণবন্দিদের রক্ষার জন্য তৈরি কমিটি।
হামাসের শীর্ষস্তরের নেতাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করতে চলেছে পণবন্দিদের পরিবার ও পরিজনেরা। যেসমস্ত অভিযোগগুলি দায়ের করা হবে তাদের মধ্যে রয়েছে খুন, অপহরণ, যুদ্ধাপরাধের মত বিষয়গুলি।
৭ অক্টোবর হওয়া ঘটনার ভিডিওগুলি একত্রিত করে সেগুলিকে আর্ন্তজাতিক আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু করেছে তারা।
এর পাশাপাশি অন্যদেশের প্রতিনিধিদেরও তারা সঙ্গে নিচ্ছে যাদের প্রিয়জনেরা অপহত হয়েছেন। এই দেশগুলির মধ্যে বৃটেন, আমেরিকা ও ফ্রান্সও রয়েছে।
এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যাতে এই সব নাগরিকদের ফিরিয়ে আনা যায় তার জন্য চাপ সৃষ্টি করছে অপহত নাগরিকদের এই সংগঠন। শনিবার এই মর্মে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ইজরায়েলি রাষ্ট্রপতি রেউভেন রিভলিন।
The Hostages and Missing Families Forum, a body formed for bringing the 239 people kidnapped by Hamas militants back home, is planning to file a law suit in the International Court of Justice (ICJ) in The Hague.#Israel #Hamas #Hamasmilitants #ICJ https://t.co/okb5dsw60v
— DT Next (@dt_next) November 12, 2023