ইসলামাবাদ, ২০ ডিসেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য করায় বিলাবল ভুট্টোর বিরুদ্ধে ফুঁসে উঠলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা মনুপাল বনশল। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি নেতা বলেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর শিরচ্ছেদ করলে, তাঁকে ২ কোটি পুরস্কার দেওয়া হবে। উত্তরপ্রদেশের বিজেপি নেতার ওই মন্তব্যের পরপরই ফের ফুঁসে ওঠেন পাক বিদেশমন্ত্রী। তিনি বলেন, নরেন্দ্র মোদীর সম্পর্কে তিনি যা বলেছেন, তা ইতিহাসের উপর নির্ভর করে। কিন্তু ভারতের গেরুয়া শিবির তাঁর এই মোদী বিরোধিতাকে ব্যক্তিগত আক্রমণ, অপমান হিসেবে দেখছে।
এরপরই বিলাবল ভুট্টো আরও বলেন, গুজরাট নিয়ে মোদীর বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেছেন, তারপর গেরুয়া শিবিরের এক নেতা তাঁর মাথার দাম ২০ মিলিয়ন (ভারতীয় অর্থে ২ কোটি) ঘোষণা করেছেন। পড়শি দেশের মন্ত্রীর বিরুদ্ধে এ হেন মন্তব্য কীভাবে মোদী মন্ত্রিসভার এক সদস্য করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিলাবল ভুট্টো।
Foreign Minister of Pakistan @BBhuttoZardari's interview with Bloomberg https://t.co/CDX7iiIRpk
— PPP (@MediaCellPPP) December 19, 2022
সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো (Bilawal Bhutto) বলেন, ''ভারতকে (India) বলতে চাই, ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।'' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তীব্র আপত্তিজনক মন্তব্য করায় পালটা মুখ খোলা হয় দিল্লির (Delhi) তরফে। বারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বিলাবল ভুট্টোর তীব্র নিন্দা করে ক্ষোভ প্রকাশ করেন।