Pakistan PM Shehbaz Sharif (Photo Credits: X)

দিল্লি, ১৪ অগাস্ট: অপারেশন সিঁদূরের (Operation Sindoor) পর এবার নতুন করে সেনা বাহিনী (Pakistan Army) সাজাচ্ছে পাকিস্তান। ভারতের (India) ভয়ে পাকিস্তান এবার নতুন করে রকেট ফোর্স কমান্ড (ARFC) তৈরি করল। পাকিস্তানি সেনাকে জোরদার করে রকেট ফোর্স কমান্ড তৈরি করা হয়েছে বলে এবার জানান খোদ শেহবাজ় শরিফ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে শেহবাজ় শরিফ বলেন, পাকিস্তান এবার নতুন করে রকেট ফোর্স কমান্ড তৈরি করেছে। অপারেশন সিঁদূরের সময় যখন পাকিস্তানের উপর একের পর এক আঘাত করা হয়, সেই সময় এবার ভয় পেয়ে পাক সেনায় নতুন করে আরও একটি ফোর্স গঠন করা হচ্ছে। আর সেই ফোর্সের নামকরণ এবার করা হয়েছে রকেট ফোর্স কমান্ড হিসেবে। পাক সেনায় নতুন ফোর্সের আগমণের খবর এবার নিজের মুখে ঘোষণা করেন শেহবাজ় শরিফ।

শুনুন কী বললেন শেহবাজ় শরিফ...

 

প্রসঙ্গত গত ২২ এপ্রিল পহেলগামে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিদের একটি দল। পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হয় ভারতের তরফে। যার মধ্যে অন্যতম সিন্ধু জল চুক্তি। কূটনৈতিক সম্পর্ক রদের পর ৭ মে মধ্য রাতে শুরু হয়ে অপারেশন সিঁদূর। যে অপারেশনে পাকিস্তানের ভিতরে প্রবেশ করে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় ভারতের তরফে।

আরও পড়ুন: Pak PM Shehbaz Sharif Threatens Indi: সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের 'গরমাগরম' হুমকি, ফের ভারতের বিরুদ্ধে জেগে উঠল 'কাগুজে বাঘ' শেহবাজ়ের বক্তব্য

অপারেশন সিঁদূরের ভারতের হাতে জোরদার বাড়ি খেয়ে এবার পাক সেনার জন্য বিপুল খরচ করছে পাকিস্তান। তার জেরে এবার পাকিস্তানের সেনায় নতুন করে সংযোজিত হল রকেট ফোর্স কমান্ড।