Elon Musk (Photo Credit: Twitter)

দিল্লি, ৮ নভেম্বর: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ের পর এবার মুখ খুললেন এলন মাস্কের (Elon Musk) ট্রান্স কন্যা ভিভিয়ান উইলসন ( Elon Musk's Transgender Daughter)। ট্রাম্প কন্যা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের ভবিষ্যত আর তিনি দেখতে পাচ্ছেন না। ফলে এবার তিনি আমেরিকা ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ভিভিয়ান। প্রসঙ্গত ভিভিয়ান উইলসন নামে যে ট্রান্স কন্যা রয়েছেন এলন মাস্কের, তাঁর 'মৃত্যু' হয়ছে। সাম্প্রতিককালে এমনই একবার জানিয়েছিলেন এলন মাস্ক। ওয়োক মাইন্ড ভাইরাসের হামলায় ভিভিয়ানের (ওই সময় তিনি ছিলেন মাস্কের পুত্র সন্তান) মৃত্যু হয়েছে বলে এলন মাস্ক জানিয়েছিলেন। তবে সেই জল্পনা মিথ্যে করে, নিজের লিঙ্গ পরিবর্তন করে, নাম পালটে এবার মুখ খোলেন এলন মাস্কের ট্রান্স কন্যা। এবার সেই ভিভিয়ান উইলসন মন্তব্য করেন, ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এবার আর নিজের ভবিষ্যত তিনি আমেরিকায় দেখতে পাচ্ছেন না।

আরও পড়ুন: Giorgia Meloni-Elon Musk: ট্রম্প জিততেই মাস্কের সঙ্গে ছবি মেলোনির, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে টেসলা কর্ণধরের বিশেষ বন্ধুত্ব জোর চর্চায়

ভিভিয়ান উইলসন নিজের এক্সে ওই মন্তব্য করার পর মুখ খোলেন এলন মাস্ক। টেসলা কর্ণধর বলেন, উয়োক মাইন্ড ভাইরাস তাঁর ছেলেকে শেষ করেছে। তবে এলন মাস্ক তাঁর ট্রান্স কন্যার অস্তিত্ব অস্বীকার করলেও, ভিভিয়ান নিজের লিঙ্গ পরিবর্তন করে এবং নাম পালটে প্রকাশ্যে আসছেন এবং একের পর এক মন্তব্য করছেন।

২০০৮ সালে ভিভিয়ান উইলসনের মা জাস্টিনের সঙ্গে এলন মাস্কের বিচ্ছেদ হয়।