Afghanistan: তালিবানের মধ্যে কোনও অন্তর্দ্বন্দ্ব নেই, নিহত, আহতের গুজব উড়িয়ে দাবি বরাদরের

সম্প্রতি দোহায় তালিবানের যে দফতর রয়েছে, সেখান থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে৷ যেখানে আবদুল গনি বরাদরের দেখা মেলে৷

Mullah Abdul Ghani Baradar (Photo Credit: File Photo)

কাবুল, ১৬ সেপ্টেম্বর: আফগানিস্তানে (Afghanistan) নয়া সরকার গঠনের পর তালিবানের (Taliban) মধ্যে কোনও অন্তর্দ্বন্দ্ব হয়নি৷ হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে তালিবানের বাস্তববাদী নেতা তথা উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বরাদর বিবাদে জড়িয়েছেন বলে যে খবর প্রকাশ পায়, তাকে কার্যত নস্যাৎ করে দেওয়া হয়৷

সম্প্রতি দোহায় তালিবানের যে দফতর রয়েছে, সেখান থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে৷ যেখানে আবদুল গনি বরাদরের (Mullah Abdul Ghani Baradar) দেখা মেলে৷

আরও পড়ুন: Afghanistan: তালিবানের ভয়, দেশ ছেড়ে পালিয়ে বাঁচলেন আফগান মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা

তালিবানের সহপ্রতিষ্ঠাতা আবদুল গনি বরাদর জানান, তিনি কাবুলের বাইরে রয়েছেন৷ সেই কারণেই এই ধরনের ভুল খবরকে তিনি নস্যাৎ করতে পারছেন না, ইন্টারনেট সংযোগে তিনি নেই বলে৷ হাক্কানি নেটওয়ার্কের (Haqqani Network) নেতাদের সঙ্গে তাঁর কোনওপ্রকার সমস্যা হয়নি বলে ওই ভিডিয়োতে দাবি করতে দেখা যায় আবদুল গনি বরাদরকে৷