Earthquake in Italy (Photo Credits: X)

Earthquake in Italy: নেপালের পর এবার । সোমবার বেলা ১২টা বেজে ৪৭ মিনিট নাগাদ ক্যাম্পি ফ্লেগ্রেই এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাকোলি এলাকায় - ৫ কিমি গভীরে। কম্পন অনুভূত হতেই তড়িঘড়ি ঘরবাড়ি খাঁলি করে রাস্তায় বেরিয়ে পড়েন লোকজন। আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যেই। তবে ভূমিকম্পের জেরে কোন হতাহতের খবর মেলেনি। ৪.৬ মাত্রার ভূমিকম্পটিকে ফ্লেগ্রেই অঞ্চলে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হিসাবে রেকর্ড করা হয়েছে

এদিকে জুলাই মাসে সাংঘাতিক এক ভূমিকম্প তছনছ করে দেবে জাপানকে। জাপানি মাঙ্গা শিল্পী রো তাৎসুকি (Ryo Tatsuki) যিনি 'নতুন বাবা ভাঙ্গা' (New Baba Vanga) নামে পরিচিত তিনিই এই ভবিষ্যদ্বাণী করেছেন। আগামী ৫ জুলাই সেই সংকটময় দিন। এদিন জাপান এবং ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রতলের নীচে ফাটল তৈরি হবে। তার ফলে যে ভূমিকম্প তৈরি হবে তা ইতিপূর্ব ঘটে যাওয়া তোহোকু ভূমিকম্পের চেয়ে তিন গুন উঁচু ঢেউ সৃষ্টি করবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা একের পর এক ভূমিকম্পের খবর কি সেই ভবিষ্যদ্বাণীর দিকেই ইঙ্গিত দিচ্ছে!

আরও পড়ুনঃ ৫ জুলাই সাংঘাতিক বিপর্যয় ধেয়ে আসছে, নতুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ভয় ধরাচ্ছে বিশ্ববাসীকে, কী হতে চলেছে এদিন?

ভূমিকম্পের জেরে উত্তাল হয়েছে ক্যাম্পি ফ্লেগ্রেইয়ের সমুদ্র। পেন্নাটা দ্বীপের শৈলশিরা ধসে পড়তে দেখা গিয়েছে। উত্তাল চেহারা নেওয়া সমুদ্রের মাঝে আটকে পড়া একটি বোট থেকে রেকর্ড করা হয়েছে সেই দৃশ্য। তবে কি বড়সড় প্রাকৃতিক বিপর্যয় আসন্ন!

ভূমিকম্পের জেরে উত্তাল, ধসছে শৈলশিরা