কলকাতা: আগামী ৩১ জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে (West Bengal Assembly) মণিপুরে (Manipur) মহিলাদের উপর অত্যাচারের (atrocities happening against women) বিষয় নিয়ে আলোচনা করবে তৃণমূল (TMC)। কিন্তু, বিজেপি (BJP) বিধায়কদের দাবি মেনে পশ্চিমবঙ্গের নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাবের বিষয়টি প্রত্যাখান করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে বিধানসভার বাইরে এই বিষয় নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (West Bengal LoP and BJP leader Suvendhu Adhikari)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "শুধুমাত্র মণিপুর নিয়ে নয়, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর যে অত্যাচারের ঘটনা ঘটছে তা নিয়েও আলোচনা করা উচিত। শুধু মণিপুর নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্ত (resolution) নিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত (politically motivated)।" আরও পড়ুন: India-Bangladesh Ties: ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন হাসিনা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, ভিডিয়োতে দেখুন কী বললেন হাসান মাহমুদ
দেখুন ভিডিয়ো:
#WATCH | ..."There must be discussion on the atrocities happening against women in West Bengal, it's not about just Manipur, this resolution (by TMC) is politically motivated...": Suvendhu Adhikari, West Bengal LoP and BJP leader https://t.co/NPIpEeD1LZ pic.twitter.com/fLgtoiSMCk
— ANI (@ANI) July 27, 2023