অভিষেক ব্যানার্জি। (Photo Credits: Facebook)

বিনপুর, ১৯ মার্চ: বিনপুরের জনসভায় বিজেপিকে কটাক্ষ করে প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “কাগজ ছাড়া, টেলি প্রম্পটার ছাড়া দুলাইন বাংলা বলে দেখাক। আমি চ্যালেঞ্জ করছি। বিজেপির সভায় লোক হয় না। ২মে-র পর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। ৭ বছর ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদি। ১০ বছর ক্ষমতায় রয়েছেন মমতা। বিজেপির সাংসদরা কত টাকা খরচ করেছে? বিজেপিকেই দিল্লি ছাড়া করে দেব। প্রধানমন্ত্রীর কপ্টার ঝাড়গ্রামে নামছে। বিজেপির সভায় কোটি কোটি টাকা খরচ করে লোক আনছে। ২০১৯ সালে বিজেপি ভুল বুঝিয়েছিল। বিজেপির উন্নয়নের অর্থ বেকারত্ব আর গণধর্ষণ। তৃণমূলের বাংলা প্রগতি, শান্তি, উন্নতির।” আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘বিজেপি বলে হরি হরি, পিছনে ডাকাতি করি’, মমতা বন্দ্যোপাধ্যায়

অভিষেক বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন, “বহিরাগতদের কাছে আত্মমর্পণ করবে না বাংলা। বাংলাকে ভাতে মারতে পারবে না দিল্লি। ১০ লক্ষ টাকা ৪ শতাংশ সুদে ছাত্ররা পাবে উচ্চশিক্ষার জন্য। একর প্রতি ১০ হাজার টাকা পাবে কৃষকরা।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ““দাঙ্গাকারী বিজেপিকে একটি ভোটও নয়। তৃণমূলকে অত্যাচারী বিজেপিকে একটি ভোটও নেয়। দুরাচারী বিজেপিকে একটি ভোটও নয়। কোনও বিচার নেই। সাংবাদিকরাও গ্রেপ্তার। রাজনৈতিক লোকেরাও গ্রেপ্তার। প্রশাসনিক লোকেরাও গ্রেপ্তার। দুলাইন বাংলা লিখে এনে বলেন, কেমন আছো বাংলা। যান দিল্লি সামলান। আমার স্লোগান টুকলি করবে কেন? টুকলিবাজ। বিজেপি সর্বনাশা দল। মাথায় তিলক লাগিয়ে বলছে একে ওকে মারব। এক গালে থাপ্পড় দিলে আর একটা গালে হবে। মা বোনেরা আমার সম্পদ।”