WBCHSE WB HS Result 2024 On wbresults.nic.in and wbchse.wb.gov.in:আজ দুপুর ১টায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, অফিশিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in এবং www.wbresults.nic.in -এ কী করে দেখবেন ফলাফল?
Result 2024 (Photo Credits: PTI)

আজ (৮ মে, বুধবার)দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল।আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিগত বছরগুলির মতো এবারও বিকেল ৩ টা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট জানতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অনলাইনে রেজাল্ট দেখতে হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in এবং www.wbresults.nic.in -এ লগ ইন করতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত বেশ কয়েকটি বেসরকারি সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও দেখা যাবে উচ্চ মাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট।   ওয়েবসাইটগুলি হল-

  • www.exametc.com
  • www.indiaresults.com

রেজাল্ট জানার পাশাপাশি এই ওয়েবসাইটগুলি থেকে মার্কশিটও ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা। কিন্তু কী ভাবে দেখবেন ফলাফল?

  • প্রথমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর “Higher Secondary Result 2024” অংশে ক্লিক করতে হবে।
  •  “Enter Your Registration No.” -এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্মতারিখ দিতে হবে।
  •  উপরে উল্লেখ করা স্টেপগুলি সম্পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে।
  • তারপরেই নির্দিষ্ট ওই পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।