WB Weather Update: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কায় ভাসবে বাংলা! ১৪ জেলায় ভারী বর্ষণের ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে
রবিবার তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি যে ঘূর্ণাবর্ত আছে, সেটা আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং পরবর্তী তিন-চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার এবং উত্তরপ্রদেশ ও সংলগ্ন মধ্যপ্রদেশ বরাবর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত আছে।সেই ত্রিফলার প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
আজ (২০ অগস্ট,২০২৪) মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা প্রায় সব জেলাতে। আগামীকাল (২১ অগস্ট, ২০২৪,বুধবার) ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার।