WBJEE ANM GNM Result 2024: প্রকাশিত হল WBJEE নার্সিং ANM-GNM পরীক্ষার ফলাফল, কোন সাইটে কীভাবে দেখবেন আপনার রেজাল্ট?

এদিন সকালেই WBJEE-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, WB ANM GNM ফলাফল 2024 মঙ্গলেই প্রকাশিত হবে।

WB ANM GNM Result 2024 OUT (Photo Credits: Pixabay)

প্রকাশিত হল নার্সিং পরীক্ষার ফলাফল। আজ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইবি) অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম)-এর ফলাফল প্রকাশ করেছে (WB ANM GNM Result 2024 Out) । পরীক্ষার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট যেমন wbjeeb.in/anm-gnm থেকে রেজাল্ট বা র‍্যাঙ্ক কার্ড দেখতে পারবেন। এদিন সকালেই WBJEE-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, WB ANM GNM ফলাফল 2024 মঙ্গলেই প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট চোখ রাখুন। সেখানেই তাঁরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

কীভাবে দেখবেন WBJEE ANM GNM Result 2024 ফলাফল?