Kunal Ghosh: 'দেহরক্ষীকে খুন', 'হোমোসেক্সুয়াল' নেতা, কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগ

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, কোনও এক 'হোমোসেক্সুয়াল' নেতা তাঁর দেহরক্ষীকে বিকৃত যৌনতা দেখাতে গিয়েছিলেন। সেই নেতার দেহরক্ষী বাইরে এ কথা বলে দিতে পারেন, এমন আশঙ্কা থেকে তাঁকে খুন করা হয়।

Kunal Ghosh (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৫ সেপ্টেম্বর: মঙ্গলবার  বিজেপির নবান্ন অভিযানের পর থেকে রাজ্যে দুই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ বহর বৃদ্ধি পাচ্ছে। এমনই মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারীর 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্যের জেরে বুধবার তা নিয়ে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের পর এবার নাম না করে আক্রমণ করলেন কুণাল ঘোষ।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, কোনও এক 'হোমোসেক্সুয়াল' নেতা তাঁর দেহরক্ষীকে বিকৃত যৌনতা দেখাতে গিয়েছিলেন। সেই নেতার দেহরক্ষী বাইরে এ কথা বলে দিতে পারেন, এমন আশঙ্কা থেকে তাঁকে খুন করা হয়। পরে সেই খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ কুণালের। পুলিশ জানাক সেই নেতা কে? সেই নেতার দেহরক্ষীর পরিবার যাতে ন্যায্য বিচার পায়, সে বিষয়ে পুলিশ তদন্ত করুক বলে মন্তব্য করেন কুণাল ঘোষ।

তবে তিনি শুভেন্দু অধিকারীর নাম করছেন না বলে জানান কুণাল ঘোষ। তবে এই আক্রমণ শুভেন্দু অধিকারীকেই করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।