Kunal Ghosh: 'তুমি তো জেলখাটা খুনের আসামীর অবৈধ রাজনৈতিক সন্তান', শুভেন্দুকে কটাক্ষ কুণালের
বিজেপির নবান্ন অভিযানের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে কুণাল বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এবার ''জেলখাটা খুনের আসামীর অবৈধ রাজনৈতিক সন্তান'' বলে আক্রমণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুক্রবার ফের রাজ্যের বিরোধী দলেনেতার বিরুদ্ধে ফুঁসে ওঠেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী তাঁর প্রশ্নের জবাব দিতে না পেরে, বার বার 'জেল-খাটা আসামি' বলে কটাক্ষ করছেন বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে কুণাল লেখেন, ''শুভেন্দু, আমার প্রশ্নের উত্তর না দিতে পেরে জেলের কথা বলো। হ্যাঁ, আমি জেলে ছিলাম। তোমরা সারদার টাকা নিয়েছিলে। চক্রান্তে বন্দি করেছিলে। আইনি লড়াই চলবে। কিন্তু, তুমি তো জেলখাটা খুনের আসামীর অবৈধ রাজনৈতিক সন্তান। যার পায়ে হাত দিয়ে বিজেপিতে গেলে, তার জেলটা কি তাজমহল ছিল?''
বিজেপির নবান্ন অভিযানের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে কুণাল বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন। কুণাল বলেন, কোনও এক 'হোমোসেক্সুয়াল' নেতা তাঁর দেহরক্ষীকে বিকৃত যৌনতা দেখাতে গিয়েছিলেন। সেই নেতার দেহরক্ষী বাইরে এ কথা বলে দিতে পারেন, এমন আশঙ্কা থেকে তাঁকে খুন করা হয়। পরে সেই খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ কুণালের। পুলিশ জানাক সেই নেতা কে? সেই নেতার দেহরক্ষীর পরিবার যাতে ন্যায্য বিচার পায়, সে বিষয়ে পুলিশ তদন্ত করুক বলে মন্তব্য করেন কুণাল ঘোষ।
তবে বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলন থেকে কুণাল ঘোষ যে বিষ্ফোরক অভিযোগ করেন, তা তিনি শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেননি বলেও সতর্ক করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।