Suvendu Adhikari: 'বিজেপিতে দমবন্ধ হয়ে যাচ্ছে শুভেন্দুর', তৃণমূলে 'ফেরা' নিয়ে কী বললেন বিরোধী দলেনেতা

বিজেপিতে দম বন্ধ হয়ে আসছে শুভেন্দু অধিকারীর। সেই কারণে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফের যোগ দিতে চান। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই দাবি করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের ওই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।

Suvendu Adhikari (Photo Credit: Instagram)

কলকাতা, ১১ ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতেই থাকছেন। তিনি তৃণমূল কংগ্রেসে ফিরছেন না। তিনি তৃণমূলে ফিরছেন বলে যাঁরা মিথ্যে খবর রটাচ্ছেন, তাঁদের কথায় কান দেবেন না। শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এক ব্যক্তির প্রশ্নের জবাব এভাবেই দেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলেনতা বিজেপি (BJP)  ছেড়ে তৃণমূলে ফিরছেন বলে যে খবর ছড়ানো হচ্ছে, তা আদতে গুজব বলে স্পষ্ট দাবি করেন শুভেন্দু।

বিজেপিতে দম বন্ধ হয়ে আসছে শুভেন্দু অধিকারীর। সেই কারণে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফের যোগ দিতে চান। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই দাবি করেন তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের ওই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।

আরও পড়ুন:  Happy Birthday Mimi Chakraborty: অভিনেত্রী সাংসদ মিমির জন্মদিনে তারকাদের একগুচ্ছ ভালবাসা

কুণাল ঘোষ দাবি করেন, কণ্টাই পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা দেখে খুশি নন শুভেন্দু অধিকারী। কণ্টাই থেকে নিজের ভাই সৌমেন্দুকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু তাঁর সেই ইচ্ছায় শিলমোহর তদেয়নি বিজেপি নেতৃত্ব। ফলে এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূল ফিরতে চাইছেন শুভেন্দু। এমনই দাবি করেন কুণাল ঘোষ।

তবে তৃণমূল মুখপাত্র যে দাবিই করুন না কেন, শুভেন্দু বিজেপিতেই থাকছেন বলে স্পষ্ট করে  জবাব দেন।