Ratan Kahar: পদ্মসম্মানে ভূষিত ‘বড়লোকের বেটি লো’ গানের স্রষ্টা রতন কাহার কী বললেন দেখুন
'আমি খুবই খুশি, এখন আমি আরও গান লিখব...’
বীরভূম: ‘আমি এতটাই আনন্দ পাচ্ছি যে কীভাবে বোঝাবো বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে আমার একটা নতুন জীবন শুরু হলো। আমি খুবই খুশি, এখন আমি আরও গান লিখব...।’ বীরভূম (Birbhum)-এর রতন কাহার (Ratan Kahar)-এর লেখা লোকসঙ্গীত ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল’। গানটি শোনেননি এমন মানুষ বাংলায় বোধহয় খুব কমই পাওয়া যাবে। এই গানটি অনেকেই নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন, বিভিন্ন সিনেমানেও রিমিক্স করে গানটি ব্যবহার হয়েছে, কিন্তু স্রষ্টা রতন কাহার কোথাওই তাঁর প্রাপ্য পাননি। তবে অবশেষে বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহার তাঁর প্রাপ্য সম্মান পেলেন। শিল্পী রতন কাহার পদ্মসম্মানে (Padma Shree) ভূষিত হলেন।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া দেওয়া সাক্ষাৎকারে শিল্পী রতন কাহার কী বললেন দেখুন-
উল্লেখ্য, ভাদু গান গেয়েই সঙ্গীত জগতে পথ চলা শুরু হয় বীরভূমের শিল্পী রতন কাহারের। ১৯৭২ সালে রেডিয়োতে তাঁর গান প্রথম রেকর্ড হয়।