প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

কলকাতা: কোন্নগরে আট বছর বয়সী নাবালককে নির্মমভাবে খুন। আর এই খুন করে নাবলকের মা নিজেই। কোন্নগরে বাসিন্দা শান্তা শর্মা এবং ইফফাত পারভীন সমকামী (Lesbian) সম্পর্কে জড়িয়ে পড়েন, শান্তার ৮ বছের ছেলে তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। এরপর তাঁরা দুই বন্ধু মিলে নাবালকে নির্মমভাবে হত্যা করে। চতুর্থ শ্রেণির পড়ুয়া স্নেহাংশু শর্মার মা এবং তার বান্ধবীকে পুলিশ গ্রেফতার করেছে ৷ অভিযুক্ত দুই মহিলা শ্রীরামপুর মহকুমা আদালত (Court) ৯ দিনের জন্য পুলিশ হেফাজতে রেখেছে। স্নেহাংশুর বাবা পঙ্কজ শর্মা আদালতের কাছে তাদের দুজনের ফাসির আর্জি জানিয়েছন। আরও পড়ুন: HC on Non-Payment of Salaries of Delhi Waqf Board’s Imams: দিল্লি ওয়াকফ বোর্ডের ইমাম ও মুয়াজ্জিনদের ২০২২ সাল থেকে মিলছে না বেতন, বৈঠক ডাকল দিল্লি হাইকোর্ট

 

দেখুন