Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর মুকুটে নয়া পালক, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা

দীর্ঘ কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। এ বার তাঁর বর্ণময় কেরিয়ারকে স্বীকৃতি দিয়েই এই পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Mithun Chakraborty (Photo Credits: X)

নয়াদিল্লিঃ সোম সকালে বিনোদন জগতে খুশির খবর। ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিখ্যাত দাদাসাহেব ফালকে পুরস্কার(Dadasaheb Phalke Award) পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। ৩০ সেপ্টেম্বর, সোমবার, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Minister Ashwini Vaishnaw)টুইট করে এই খবর ঘোষণা করেন। টলি(Tollywood) থেকে বলিপাড়া(Bollywood), সর্বত্রই নিজের ছাপ ফেলেচেন 'ডিস্কো ডান্সার।' দীর্ঘ কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। এ বার তাঁর বর্ণময় কেরিয়ারকে স্বীকৃতি দিয়েই এই পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মান জানানো হবে। এ দিন কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে লেখেন,'কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তাঁর আইকনিক অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এই খবর প্রকাশ্যে আসতেই আবেগে ভাসছেন 'মহাগুরু'-এর ভক্তরা।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী



@endif