কলকাতা, ২৪ জুন: কলকাতা (Kolkata) থেকে ৩ আইসিস জঙ্গিকে (ISIS Terrorist) পাকড়াও করা হয়েছে। তথ্য প্রযুক্তি কর্মী সেজে ওই ৩ আইসিস জঙ্গি কলকাতার কসবায় বসবাস করছিল। খবর পেয়ে এনআইএ এবং দিল্লি পুলিশ যৌথ উদ্যোগে ওই ৩ আইসিস জঙ্গিকে পাকড়াও করেছে। কসবায় ফ্লযাট ভাড়া করে, তথ্য প্রযুক্তি কর্মী সেজে ওই ৩ আইসিস জঙ্গি থাকছিল। বিজেপি (BJP) নেতা অমিত মালব্যর (Amit Malviya)এমন ট্যুইটে শোরগোল শুরু হয়েছে।
আইসিস জঙ্গি গ্রেফতারির পাশাপাশি অমিত মালব্য বেশ কয়েকটি প্রশ্ন তোলেন এ বিষয়ে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কেন জঙ্গিদের কার্যকলাপ বাড়ছে? রাজ্য পুলিশ কেন সবার শেষে এসব জানতে পারছে বলে প্রশ্ন তোলেন মালব্য।
আরও পড়ুন: Hooghly BJP Leader Death: হাত-পা দড়ি দিয়ে বাঁধা, ঘর থেকে উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ
সেই সঙ্গে নকল আধার কার্ড, ভোটার আইডি কার্ড তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন অমিত মালব্য। স্থানীয় প্রশাসনের সাহায্যেই এই নকল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা। খোদ কলকাতার বুকে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে কীভাবে বলেও অমিত মালব্যকে প্রশ্ন তুলতে দেখা যায়। সেই সঙ্গে এসব বিষয়ে রাজ্য সরকারের চুপ করে কেন থাকছে বলেও প্রশ্ন তুলতে দেখা যায় বিজেপি নেতাকে।
দেখুন কী লিখলেন বিজেপি নেতা অমিত মালব্য...
