Jagaddhatri Puja Special Train: জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পূর্ব রেল বিশেষ ইএমইউ ট্রেন চালাবে, জানালেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র

দুর্গাপুজোর মতন দূরদূরান্ত থেকে মানুষ আসেন চন্দননগরে প্রতিমা দর্শনে। দর্শনার্থীদের উৎসাহ ও উদ্দীপনা ও অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে আগামী ৮ নভেম্বর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত হাওড়া ডিভিশনে প্রতি দিন পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।

Jagaddhatri Puja Spcl Train (Photo Credit: X@EasternRailway)

শারদ উৎসব শেষ। এবার দিওয়ালির আতসবাজির আওয়াজ কমে আসতেই  জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে চন্দননগর। দুর্গাপুজোর মতন  দূরদূরান্ত থেকে মানুষ আসেন চন্দননগরে প্রতিমা দর্শনে। দর্শনার্থীদের উৎসাহ ও উদ্দীপনা ও  অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে আগামী ৮ নভেম্বর(শুক্রবার) থেকে আগামী ১২ নভেম্বর(মঙ্গলবার) পর্যন্ত হাওড়া ডিভিশনে প্রতি দিন পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।এর মধ্যে  হাওড়া–ব্যান্ডেল শাখায় প্রতি দিন আপ–ডাউন মিলিয়ে ১০ টি অতিরিক্ত ট্রেন চলবে, পাশাপাশি হাওড়া–বর্ধমান ডিভিশনে এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তও নিয়েছে রেল।

প্রসঙ্গত শুক্রবার (৮ নভেম্বর) জগদ্ধাত্রী পুজোর সপ্তমী।র তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,  শুক্রবার ৮ নভেম্বর থেকে আগামী মঙ্গলবার ১২ নভেম্বর পর্যন্ত প্রতি দিন বিকেল ও রাতে হাওড়া–ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চলবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী শেষ ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫.২০, সন্ধে ৭.৫৫, রাত ৮.‌৩৫, রাত ১১.৩০ এবং রাত সাড়ে বারোটায়। আবার ব্যান্ডেল থেকে হাওড়াগামী বিশেষ ট্রেন ছাড়বে সন্ধে ৬.৩৫, রাত ৯.২০, রাত ৯.৫৫, রাত ১টা এবং রাত ২টোয়।

এমনকী হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেনও চালাবে পূর্ব রেল। জানানো হয়েছে, বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশ্যাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। বিসর্জনের দিন, অর্থাৎ ১২ তারিখ হাওড়া–ব্যান্ডেল শাখায় আরও অতিরিক্ত ট্রেন চালাবে রেল। কয়েকটি লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।