বনগাঁ: বাংলাদেশ (Bangladesh) থেকে সোনা (gold) নিয়ে এসে বারাসতে পাচারের (smuggle) চেষ্টা করছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। তার আগেই বাংলাদেশি এক যুবতীকে (Bangladeshi woman) উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) থেকে গ্রেফতার (arrest) করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ানরা। শুক্রবার একথা জানানো গেছে বিএসএফের তরফে।
বিএসএফ সূত্রে জানা গেছে, ৩৪ বছর বয়সী ধৃত ওই যুবতীর নাম মনিকা ধর। বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় (Chittagong District)। ধৃত ওই মহিলা বাংলাদেশ থেকে ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের সোনা নিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) বারাসতে (Barasat) পাচারের চেষ্টা করছিল। কিন্তু, তার আগেই ২৭ এপ্রিল সোনার বার সমেত ওই মহিলাকে আটক করে বিএসএফ। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে পেট্রোপোলের কাস্টমস অফিসের (Custom Office Petrapole) হাতে তুলে দেওয়া হয়েছে। আরও পড়ুন: Supreme Court: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ মামলার শুনানি সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal | BSF seized gold worth Rs 1 crore 30 lakhs at North 24 Parganas from a Bangladeshi woman who was trying to smuggle it to Barasat.
The apprehended woman was identified as Manika Dhar (34) from Chittagong District, Bangladesh. Woman and the seized gold bars were… pic.twitter.com/KBIwqUXGye
— ANI (@ANI) April 28, 2023