Bjp's Nabanna Abhijan: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'লেডি কিম' বলে কটাক্ষ শুভেন্দুর

রাজ্য পুলিশের কোনও মহিলা কর্মী যাতে শুভেন্দু অধিকারীর গায়ে স্পর্শ না করেন, সে বিষয়ে সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'লেডি কিম' বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে উত্তর কোরিয়া' তৈরি করে দিয়েছেন বলেও আক্রমণ করেন শুভেন্দু।

Suvendu Adhikari (Photo Credit: Video Screen Grab)

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: নবান্ন অভিযান ঘিরে শুরু হয়েছে ধুন্ধুমার। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী, সমর্থকরা নবান্ন অভিযানে নামলে তাঁদের একাধিক জায়গায় আটকানো হয়। এরপর শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়। প্রিজন ভ্যানে শুভেন্দু অধিকারীকে তোলার আগে কার্যত ফুঁসে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা।

রাজ্য পুলিশের কোনও মহিলা কর্মী যাতে শুভেন্দু অধিকারীর গায়ে স্পর্শ না করেন, সে বিষয়ে সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে।  পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'লেডি কিম' বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।  পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে 'উত্তর কোরিয়া' তৈরি করে দিয়েছেন বলেও আক্রমণ করেন শুভেন্দু।

 

শুভেন্দু অধিকারীকে যখন পুলিশ আটকে দেয়, সেই সময় রাজ্যের বিরোধী দলনেতাকে ছাড়াই ফের মিছিল শুরু করে বিজেপি।  সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে যখন সাঁতরাগাছি থেকে বিজেপির মিছিল শুরু হয়, সেই সময় 'চোরেদের রানিকে' রক্ষা করতে পুলিশ ময়দানে নেমেছে বলে আক্রমণ করেন এই বিজেপি নেতা।