Tab Scam: দুর্নীতি তৃণমূলের প্রতিটি পর্যায়ে পৌঁছে গিয়েছে, ট্যাবকাণ্ড নিয়ে শাসক দলের সমালোচনায় বিজেপি বিধায়ক
তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য।
তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য। সেই মতো অধিকাংশ পড়ুয়া টাকা পেলেও বেশ কয়েকজন পায়নি। আর সেখানেই হয়েছে কেলেঙ্কারি। অভিযোগ, এই ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। তৃণমূলের পক্ষ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা কোনও দুর্নীতি নয়। এর পেছনে আন্তঃরাজ্য একটা চক্র জড়িত রয়েছে। এমনকী এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত দুর্নীতি বলেই দাবি করা হয়েছে। শুক্রবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বলেন, "আমি মনে করি না এতবড় ঘটনাকে বিতর্ক বলে এড়িয়ে যাওয়া যাবে। কারণ যে কোনও পরিস্থিতিতেই এটা দুর্নীতির সমান। ট্যাব নিয়ে শিক্ষাক্ষেত্রে যে ঘটনা সামনে এসেছে তা ছোট্ট এক উদাহরণ মাত্র। এরকম প্রতিদিন তৃণমূলের কোনও না কোনও নেতা প্রকল্পের টাকা হাতিয়ে যাচ্ছে। আর সমস্ত টাকা যোগ্য প্রাপকদের কাছে না গিয়ে নষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে, এই দুর্নীতিতেও তৃণমূলের কোনও নেতা জড়িত রয়েছে। যদি আপনাদের মনে হয় যে বাংলা থেকে দুর্নীতিকে চিরতরে বন্ধ করতে হবে, তাহলে অবশ্যই আগে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হবে"।