Bhatpara Clash: অর্জুণ সিংকে সঙ্গে নিয়েই ভাটপাড়া ঘুরল বিজেপির প্রতিনিধিদল, এসএলআর, ইনস্যাস থেকেই গুলি চালিয়েছে পুলিস, দাবি আলুওয়ালিয়ার
আজও থমথমে ভাটপাড়া। চলছে পুলিসি টহল। আজ এলাকায় যাচ্ছে বিজেপির সংসদীয় প্রতিনিধিদল।
কলকাতা, ২২ জুন, ২০১৯: আজও থমথমে ভাটপাড়া। চলছে পুলিসি টহল। তারমধ্যেই স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নিহত বিজেপি (BJP)) কর্মীদের বাড়ি পরিদর্শন করল বিজেপির প্রতিনিধি দল। ছিলেনবর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া(Surindar Sing Aluwalia),সাংসদ সত্যপাল সিং ও সাংসদ বিডি রাম। এরা দুজনই প্রাক্তন পুলিস কর্তা। সত্যপাল সিং মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার ও বিডি রাম ঝাড়খণ্ডের প্রাক্তন ডিজি। নিহতদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান তাঁরা। আলুওয়ালিয়া দাবি করেছেন গুলি চালিয়েছে পুলিসই। এসএলআর আর ইনস্যাস থেকে গুলি চলেছে। নইলে কীভাবে দুজনের মৃত্যু হয় গুলিতে। বেছে বেছে বিজেপি কর্মীদের টার্গেট করে গুলি করে খুন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে অমিত শাহকে রিপোর্ট দেবেন তাঁরা। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাটি নিয়ে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি বলেছেন এধরনের ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গেই ঘটতে পারে। বিজেপি সাংসদ আলুওয়ালিয়া বলেন, দুটি পরিবারের জন্য সাধারণের কাছ থেকে দশলক্ষ টাকা করে তোলা হয়েছে। দুই পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ধরমবীর সাউয়ের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।আরও পড়ুন, খুন না আত্মহত্যা আজই স্পষ্ট হবে, আজই মিলবে জিডি বিড়লার আত্মঘাতী ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্ট
শুক্রবার সংসদে ভাটপাড়া (Bhatpara) পরিস্থিতি তুলে ধরেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ভাটপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সেখানে প্রতিনিধি দল পাঠানো উচিত। যদিও সেদিন ভাটপাড়ায় নতুন করে কোনও অশান্তি ঘটেনি। এলাকায় চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ব্যারাকপুর কমিশনারেটের নতুন পুলিস কমিশনারের দায়িত্ব নিয়েছেন মনোজ ভার্মা।