Cow (File Photo)

কলকাতা, ৩১ অগাস্ট:  অন্তঃসত্ত্বা অবস্থায় গরুকে ( Pregnant Cow) ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার করা হল এক মাঝ বয়সী ব্যক্তিকে। দক্ষিণ ২৪ পরগণার নামখানার উত্তর চন্দনপিড়ি গ্রামের এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত প্রদ্যুৎ ভুঁইয়াকে গ্রেফতার করেছে।

চন্দনপিড়ি গ্রমের বাসিন্দা আরতি ভুঁইয়া সম্প্রতি পুলিশের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী প্রদ্যুৎ ভুঁইয়া সম্প্রতি তাঁদের গোয়ালে প্রবেশ করেন। এরপর নির্মমভাবে অন্তঃসত্ত্বা একটি গরুকে ধর্ষণ করেন। অত্যাচারের জেরে আরতি ভুঁইয়াদের গরুর রক্তপাত শুরু হয় গোয়ালের মধ্যে। ওই ঘটনার পরপরই আরতি ভুঁইয়ার গরুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আরও পড়ুন:  Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক তছরুপের মামলা, জ্যাকলিন ফার্নান্ডেজকে সমন দিল্লি কোর্টের

ঘটনার পরপরই আরতি ভুঁইয়ারা থানায় যান। অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযুক্ত প্রদ্যুৎ  ভুঁইয়াকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ। প্রদ্যুৎ ভুঁইয়াকে কাকদ্বীপ আদালতে তোলা হলে, তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। প্রদ্যুতের কুকীর্তি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মানুষ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রদ্যুৎ কখনও কারও ছাগল চুরি করে নিয়ে যেতেন। কখনও কারও  সাইকেল চুরির অভিযোগ ওঠে প্রদ্যুতের বিরুদ্ধে। এমনকী মাঠ থেকে অনেক সময় ফসল চুরি করতে গিয়েও প্রদ্যুৎ ধরা পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।