Dear Lottery: লটারি কেটে সকালে কোটি, বিকেলে লাখ টাকা জিতলেন জামুড়ি়য়ার জামাই

লটারি (Lottery) কেটে কোটি টাকা জিতলেন পশ্চিম বর্ধমান জেলার জামুড়ি়য়ার (Jamuria) এক ব্যক্তি। তাঁর নাম শ্রীধর রুইদাস। জানা গিয়েছে, শ্রীধর শনিবার সকালে শ্বশুরবাড়ি যান। শনিবার সকালে স্থানীয় একটি বাজারে লটারির টিকিট কাটেন তিনি। দুপুরেই খবর আসে একেবারে প্রথম পুরস্কার পেয়েছেন। ওইদিন বিকেলে আবারও কয়েক ঘর টিকিট কাটেন। একেই বলে ভাগ্য, কারণ বিকেলে কাটা টিকিটেও কয়েক লাখ জেতেন।

শ্রীধর রুইদাস (Photo: Youtube)

জামুড়িয়া, ৫ সেপ্টেম্বর: লটারি (Lottery) কেটে কোটি টাকা জিতলেন পশ্চিম বর্ধমান জেলার জামুড়ি়য়ার (Jamuria) এক ব্যক্তি। তাঁর নাম শ্রীধর রুইদাস। জানা গিয়েছে, শ্রীধর শনিবার সকালে শ্বশুরবাড়ি যান। শনিবার সকালে স্থানীয় একটি বাজারে লটারির টিকিট কাটেন তিনি। দুপুরেই খবর আসে একেবারে প্রথম পুরস্কার পেয়েছেন। ওইদিন বিকেলে আবারও কয়েক ঘর টিকিট কাটেন। একেই বলে ভাগ্য, কারণ বিকেলে কাটা টিকিটেও কয়েক লাখ জেতেন।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাস। একটি বেসরকারি সংস্থায় তিনি সিকিউরিটি গার্ডের কাজ করেন। তবে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন তিনি। তবে কোনওদিন যে কোটি টাকা জিতবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি শ্রীধর। আরও পড়ুন: Ravi Shastri: ওভাল টেস্টের মাঝে কোভিড পজেটিভ কোচ রবী শাস্ত্রী, দলের তিন সাপোর্ট স্টাফ আইসোলেশনে

পর পর দু'বার লটারিতে টাকা জেতার পর থেকেই নিরাপত্তা অভাবে ভুগছেন শ্রীধর। তাই তনি জামুড়িয়া থানায় যান। পুলিশ সূত্রে খবর, শ্রীধরের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে।



@endif