নয়াদিল্লিঃ পায়ুদ্বারে লুকানো ১ কেজি সোনা, গ্রেফতার বিমান সেবিকা (Air Hostess)। অভিযুক্তের নাম সুরভী খাতুন। কলকাতার (Kolkata) তিনি। সোনা পাচারের অভিযোগে বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। খবর ছিল, মাসকট থেকে কন্নুরে সোনা পাচার করে নিয়ে আসা হচ্ছে। সেই মতোই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন ডিআরআই (DRI) আধিকারিকরা। গত ২৮ শে মে বিমানবন্দরেই তাঁকে আটক করে পুলিশ (Police)। আলাদা ঘরে নিয়ে গিয়ে চলে তল্লাশি। এরপর যা হয় তাতে মাথায় হাত পুলিশ আধিকারিক এবং ওই ঘরে উপস্থিত নিরাপত্তারক্ষীদের। মহিলার পায়ুদ্বার থেকে উদ্ধার হয় প্রায় ৯৬০ গ্রাম সোনা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, অভিযুক্ত বিমান সেবিকাকে ম্যাজিস্টেটের কাছে পেশ করা হয়। এরপর তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশে এই ধরনের সোনা পাচারের ঘটনা ঘটলেও, ভারতে এই প্রথম সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হল কোনও বিমান সেবিকাকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কেরলের একটি সোনা পাচারকারী দলের সঙ্গে জড়িত সুরভী নামের ওই বিমান সেবিকা। বহুদিন ধরেই সোনা পাচারের কাজ করছেন তিনি। তাঁর সঙ্গে এই কাজে আর কেউ জড়িয়ে রয়েছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
An air hostess was arrested for allegedly smuggling nearly one kilogram of gold from Muscat to Kannur by concealing it in her rectum, a DRI source said today.https://t.co/BU48Tkjskv pic.twitter.com/6HzsJOIzWN
— NDTV (@ndtv) May 30, 2024