কলকাতাঃ কোচবিহারেCooch Behar)মর্মান্তিক দুর্ঘটনা(Accident)। বিয়েবাড়ি থেকে ফেরার পথে নয়ানজুলিতে পড়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুড়ার পার এলাকায় । দুই শিশুকে নিয়ে বিয়েবাড়ি গিয়েছিলেন স্বামী-স্ত্রী। দুর্ঘটনার জেরে সকলের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সঞ্জিত রায় (২৫), বিপাশা রায় (৩৩)। সঙ্গে ছিল তাঁদের ৫ এবং ২ বছরের দুই সন্তান। মৃত দম্পতি পেশায় শিক্ষক ছিলেন। সঞ্জিত নাটাবাড়ি হাই স্কুলে শিক্ষকতা করেন। বিপাশা ছিলেন নাটাবাড়ি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। রবিবার রাতে খাপাইডাঙ্গার কুড়ার পার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন তাঁরা। সঙ্গে দুই শিশুও ছিল। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে পড়ে যায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সকলে মিলে তাঁদের বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। দুই শিশু-সহ চার জনেরই মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। একই সঙ্গে গাড়িটিও উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের কাউয়ারডেরা এলাকার বাসিন্দা ছিলেন ওই শিক্ষক দম্পতি। মাত্র তিন মাস আগেই গাড়ি কিনেছিলেন তাঁরা। রবিবার রাতে নিজেই গাড়ি চালিয়ে পরিবারের সঙ্গে ফিরছিলেন সঞ্জিত। কিন্তু আর বাড়ি ফেরা হল না!
বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা,কোচবিহারে মৃত্যু দুই শিশুসহ শিক্ষক দম্পতির
West Bengal Road Accident: 4 of a Family Killed in Tragic Mishap in Cooch Beharhttps://t.co/HC3Im0nvO5#WestBengal #RoadAccident #Accident
— LatestLY (@latestly) December 16, 2024