Tech Layoffs 20024: চাকরি গিয়ে বেকার হচ্ছেন বহু মানুষ, তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে ছাঁটাইয়ের ঢেউ, দেখুন তালিকা

স্যামসাংয়েও বহু কর্মীর চাকরি যাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় বহু কর্মীকে স্যামসাং ছাঁটাই করছে বলে খবর। তবে ছাঁটাইয়ের সংখ্যা কত, সে বিষয়ে কিছু জানায়নি স্যামসাং।

Layoffs Representative Image (Photo Credit: Pixabay)

আমরা ২০২৪ সালের প্রায় দোর গোড়ায় পৌঁছে গিয়েছি। আর এক মাস, তারপরই শুরু হবে নতুন বছর। ২০২৪ সাল শেষ  হতে চললেও, চাকরি যাওয়া যেন বন্ধ হচ্ছে না। ২০২৪ সালের শেষেও মিলছে ছাঁটাইয়ের (Job Cut) খবর। ২০২২, ২০২৩ সালের মত ২০২৪ সালেও সমানে চলছে ছাঁটাই পর্ব। সম্প্রতি মজ়িলায় (Mozilla) বহু কর্মীর চাকরি যাচ্ছে বলে শোনা যায়। মজ়িলার পাশাপাশি এবার এক্স, স্যামসাংয়েও বহু কর্মীর চাকরি যাচ্ছে বলে খবর। প্রায় প্রত্যেক বছরের মত এবারও অক্টোবর মাসে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি থেকে বহু কর্মীর চাকরি যেতে শুরু করেছে বলে খবর।

এক্সেও (X) ফের ছাঁটাই শুরু হচ্ছে। সূত্রের খবর, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এবার এক্সের বহু কর্মীর চাকরি যাচ্ছে। তবে কতজন কর্মীকে ছাঁটাই করা হবে, সে বিষয়ে মাস্কের সংস্থা কিছু জানায়নি। যদিও গত ২ মাসে কর্মীরা কে কী কাজ করেছেন, সে বিষয়ে নিখুঁত তথ্য জমা করার কথা বলা হয়েছে। ওই রিপোর্ট খতিয়ে দেখেই ছাঁটাই পর্ব শুরু হবে বলে মনে করছে বহু মহল।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, স্যামসাংয়েও (Samsung)  বহু কর্মীর চাকরি যাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় বহু কর্মীকে স্যামসাং ছাঁটাই করছে বলে খবর। তবে ছাঁটাইয়ের সংখ্যা কত, সে বিষয়ে কিছু জানায়নি স্যামসাং।

আরও পড়ুন: Mozilla Layoffs: ছাঁটাইয়ের চক্করে পড়েননি তো? এক নিমেষে টেক জায়েন্ট থেকে চাকরি যাচ্ছে ৩০% কর্মীর

টিকটক থেকেও বহু কর্মীর চাকরি যাচ্ছে। বাইট ডান্সের এই সংস্থায় যাঁরা মালয়েশিয়ায় চাকরি করেন, তাঁদরে অনেকে এবার বেকার হতে চলেছেন বলে রিপোর্টে প্রকাশ। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে টিকটক কনটেন্টের ক্ষেত্রে। ফলে কমপক্ষে ৫০০ কর্মী চাকরি ছাড়া হবেন বলে শোনা যাচ্ছে।

বিমানের যন্ত্রাংশ তৈরির সংস্থা বোয়িং থেকে ৃও ছাঁটাইয়ের খবর মিলছে। সংস্থার  মোট কর্মীদের মধ্যে থেকে ১০ শতাংশকে ছাঁটাই করা হচ্ছে বলে খবর। যার জেরে ১৭ হাজার কর্মী বোয়িং থেকে চাকরি হারাবেন বলে খবর। কস্ট কাটিংয়ের উপর নজর রেখেই বোয়িং থেকে বেশ ভাল মাত্রায় ছাঁটাই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত সেপ্টেম্বরে ছাঁটাই পর্ব শেষ করে মাইক্রোসফ্ট। চলতি বছরের সেপ্টেম্বরে মাইক্রোসফ্ট থেকে ৬৫০ জন কর্মীর চাকরি গিয়েছে বলে খবর।