Mozilla Layoffs: ছাঁটাইয়ের চক্করে পড়েননি তো? এক নিমেষে টেক জায়েন্ট থেকে চাকরি যাচ্ছে ৩০% কর্মীর

ফায়ারফক্স ব্রাউজ়ারে কর্মরত ৩০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে জানা যাচ্ছে। গত ৩০ অক্টোবর মজ়িলার কর্মীদের ছাঁঠাইয়ের সিদ্ধান্ত জানানো হয়। এই নিয়ে পরপর দুবার মজ়িলায় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Mozilla Firefox (Photo Credit: File Photo)

দিল্লি, ৬ নভেম্বর: ফের ছাঁটাই (Layoffs)। এবার মজ়িলা (Mozilla Layoffs) থেকে ছাটাই করা হচ্ছে ওই কোম্পানির ৩০ শতাংশ কর্মীকে। রিপোর্টে প্রকাশ, ইমেলের মাধ্যমে ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কোম্পানির সিইও-র তরফে মেল করে ওই ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ভবিষ্যতে কোম্পানি যাতে আরও ভালভাবে কাজ করতে পারে নির্দিষ্ট পলিসির মাধ্যমে, তার জন্যই ৩০ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফায়ারফক্স ব্রাউজ়ারে কর্মরত ৩০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে জানা যাচ্ছে। গত ৩০ অক্টোবর মজ়িলার কর্মীদের ছাঁঠাইয়ের সিদ্ধান্ত জানানো হয়। এই নিয়ে পরপর দুবার মজ়িলায় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ছাঁটাইয়ের পর ওই কর্মীদের দ্বিতীয়বার কোনও প্যাকেজের আওতায় আনা হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি টেক কোম্পানির তরফে।



@endif