Byju & Arjun Mohan: Byju'র ভারত অপারেশনের সিইও পদে নিযুক্ত হলে অর্জুন মোহন

ইডুটেক মেজর Byju'র ভারত অপারেশনের সিইও হিসেবে নিযুক্ত করা হল অর্জুন মোহনকে।

Photo Credits: Twitter

ইডুটেক মেজর (Edtech major)  Byju'র ভারত অপারেশনের (India operations) সিইও (CEO) হিসেবে নিযুক্ত করা হল অর্জুন মোহনকে (Arjun Mohan)। বর্তমানে কঠিন পরিস্থিতিতে থাকা ব্যবসার পুনর্গঠনের (business restructuring) জন্য তাদের বকেয়া ১.২ বিলিয়ন ডলার মেয়াদি ঋণ লোন বি  (Loan B)পরিশোধ করতে তার কিছু সংস্থাকে বিক্রি করতে চলেছে।

প্রসঙ্গত উল্লেখ, আনন্দ মোহন মৃণাল মোহিতের (Mrinal Mohit) জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন। মৃণাল মোহিত  Byju'র সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমানে এই এডুকেয়ার ব্যবসা থেকে অবসর নিয়ে নিজের ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য নতুন যাত্রা শুরু করছেন। আরও পড়ুন:PM Modi WhatsApp Channel: সাধারণ মানুষের সঙ্গে এবার সরাসরি এক ক্লিকে প্রধানমন্ত্রী,চালু হল পি এম হোয়াটসঅ্যাপ চ্যানেল (দেখুন টুইট)