Apple AirPods Pro 2 Built-In Fitness Tracking Sensor: বাজারে আসছে ফিটনেস ট্র্যাকার সম্বলিত Apple-এর AirPods Pro 2 , কবে জানেন?

এয়ার পডের পরবর্তী ভারশন আনতে চলেছে অ্যাপল। চলতি বছরের মাঝামাঝি বাজারে এসে যাবে নয়া এয়ার পড। তার আগে জরুরি খবর হল এই যে, Apple- এর নতুন এয়ার পডে থাকছে ফিটনেস ট্র্যাকার।

Apple Airpods Pro (File Image)

সান ফ্রান্সিসকো, ৩ জানুয়ারি: এয়ার পডের পরবর্তী ভারশন আনতে চলেছে অ্যাপল। চলতি বছরের মাঝামাঝি বাজারে এসে যাবে নয়া  এয়ার পড। তার আগে জরুরি খবর হল এই যে, Apple- এর নতুন এয়ার পডে (Apple AirPods Pro 2) থাকছে ফিটনেস ট্র্যাকার। নতুন এয়ার পডে মোশন সেন্সর থাকছে, আর এই মোশন সেন্সর ফিটনেস ট্র্যাক করতে পারে। আরও পড়ুন-Viral: শব্দবাজি থেকে বাঁচাতে সারমেয়র দু'কান চেপে ধরল শিশুকন্যা, ভাইরাল ভিডিও

শোনা যাচ্ছে, সেকেন্ড জেনারেশন এই এয়ার পড একেবারে নতুন ডিজাইনে বাজারে আসছে। আপগ্রেডেড চিপের সাহায্যে চলবে এই এয়ারপড। সেই চিপে অডিও রিলেটেড বিভিন্ন কাজকর্ম থাকছে। যেমন অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা। ব্যাটারি ব্যাকআপ। Apple-এর সরবরাহকারীরা ইতিমধ্যেই এই হাইপ্রোফাইল এয়ারপড নেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছেন। এবং এয়ারপডের সঙ্গে যে চার্জিং কেসটি দেওয়া হচ্ছে, সেটি অসাদারণ। এই চার্জিং কেসই প্রয়োজনের সময়ে আপনাকে এয়ারপডের অবস্থানের সন্ধান দেবে, একটি শব্দের মাধ্যমে।

বলাবাহুল্য, এই Apple AirPods Pro 2 -তে ফিটনেস ট্র্যাকারের পাশাপাশি থাকছে সুস্বাস্থ্য বজায় রাখার নানারকম সুয়োগ সুবিধা।