Cheteshwar Pujara: অচেনা চেতেশ্বর! দেখুন কীভাবে এক ওভারে ২২ রান নিলেন পূজারা (ভিডিও)
নিজেকে পুরো বদলে ফেলেছেন ভারতের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা। রয়্যাল ওয়ানডে কাপের মাত্র ৭৯ বলে ১০৭ রানের ইনিংস খেলে চমক দিলেন পূজারা।
নিজেকে পুরো বদলে ফেলেছেন ভারতের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা। রয়্যাল ওয়ানডে কাপের মাত্র ৭৯ বলে ১০৭ রানের ইনিংস খেলে চমক দিলেন পূজারা। যে পূজারা টেস্ট ক্রিকেটে বিশ্বসেরাদের তালিকা থেকে থাকলেও, তাঁর শামুকগতির ব্যাটিংয়ের জন্য আইপিএলে দল পান না। সাসেক্সের অধিনায়ক হিসেবে খেলতে নেমে পূজারা পুরো টি২০-র ঢঙে ওয়ানডে খেলেন।
জয়ের জন্য ৩১১ রান তাড়া করতে নেমে পূজারা যখন ক্রিজে নামেন তখন সাসেক্সের স্কোর ২২ ওভারে ২ উইকেটে ১১২। জয় বেশ কঠিন দেখাচ্ছিল পূজারাদের। সেখান থেকে উইকেটের চারিদিকে অন্যবদ্য শট খেলে দ্রুতগতিতে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। শেষ অবধি ৭টা বাউন্ডারি, ২টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ১০৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন পূজারা।
ইনিংসের ৪৭তম ওভারে পূজারা নেন ২২ রান। সেই ওভারে সৌরাষ্ট্রের তারকা এই ব্যাটার মারেন তিনটি বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি।
দেখুন পূজারার এক ওভারে ২২ রান করার ভিডিও
পূজারা-র এই ব্যাটিং দেখে মুগ্ধ নেটিজেনরা বলেন, এবার তিনি আইপিএলের নিলামে আর অবিক্রিত থাকবেন না।