Vinesh Phogat: প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন ভিনেশ ফোগাট, ব্রিজভূষণ বিতর্কের মাঝে বড় সাফল্য
প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে নামা ভিনেশের কেরিয়ার নিয়ে নানা সংশয় ছিল।
প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে নামা ভিনেশের কেরিয়ার নিয়ে নানা সংশয় ছিল। কিন্তু কাজাকিস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত এশিয়ান কুস্তির ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে কাজাক কুস্তিগীরকে ১০-০ হারিয়ে প্যারিস অলিম্পিকের কোটা নিশ্চিত করলেন 'দঙ্গল কন্যা' ভিনেশ। ২০২৩ সালে চোট ও ব্রিজভূষণ কাণ্ডের জেরে কুস্তির কোর্টে নামতেই পারেননি ভিনেশ। তখন অনেকেই ভেবেছিলেন তাঁর কেরিয়ার শেষ। কিন্তু সব হিসেব উল্টে কোয়ালিফিকেশন টুর্নামেন্টে দুরন্ত খেলে প্যারিসের টিকিট কাটলেন হরিয়ানা তারকা বক্সার।
চলতি অলিম্পিকের কোয়ালিফিকেশন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ার চিওন মিরনকে ১০-০, তারুপর কোয়ার্টার ফাইনাীলে কাম্বোডিয়ার দিত সামনানগকে ভিক্টরি বাই ফলের নিয়মে হারান ভিনেশ।
বিশ্ব কুস্তিতে দুটি ব্রোঞ্জ, এশিয়ান গেমসে একটি সোনা, কমনওয়েলথ গেমসে তিনটি সোনা, সহ আন্তর্জাতিক মঞ্চে দঙ্গল গার্ল ভিনেশ বড় সাফল্য পেয়েছেন। এবার প্যারিস অলিম্পিকের পালা।
বিনেশের আগে এখনও পর্যন্ত মাত্র একজন ভারতীয় কুস্তিগীর প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতাঅর্জন করেছেন। তিনি হলেন অন্তিম পাঙ্গল (৫০ কেজি)।
দেখুন খবরটি
টোকিও অলিম্পিকে ৫৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল ভিনেশের।