Rohan Bopanna: ৪৪ বছরের তরুণ রোহন বোপান্না ইউএস ওপেনের মিক্সড ডবলসের সেমিতে

বয়সকে স্রেফ সংখ্যা প্রমাণ করে বছরের শেষ গ্রান্ডস্লাম US Open-এর সেমিফাইনালে উঠলেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)।

Rohan Bopanna. Flie Photo (Photo Credit: Relevant Tennis/ X)

বয়সকে স্রেফ সংখ্যা প্রমাণ করে বছরের শেষ গ্রান্ডস্লাম US Open-এর সেমিফাইনালে উঠলেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। ৪৩ বছর বয়েসে গ্র্যান্ডস্লাম জিতে নজির গড়েছেন। এবার ৪৪ বছর বয়সে উঠলেন গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে।  ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেনের (US Open 2024) মিক্সড ডবলসের শেষ চারে উঠলেন ৪৪ বছরের রোহন। মিক্সড ডবলসের টানটান কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই বোপান্নারা জিতলেন চতুর্থ বাছাই অস্ট্রেলিয়ার এবডেন ও চেক প্রজাতন্ত্রের রাববোরা ক্রেসিচকোভার বিরুদ্ধে ৭-৬, ২-৬, ১০-৭। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার বোপান্নাদের সামনে আমেরিকার জুটি ডোনাল্ড ইয়ং ও টেলর টাউনসেন্ড। শেষবার ইউএস ওপেনের সেমিফাইনালে যখন রোহন বোপান্না খেলেছিলেন, তখন তাঁর বয়স ছিল ৩৫ বছর।

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে ম্যাথু এবডেনকে জুটি করে খেতাব জিতেছিলেন রোহন। তখন তাঁর বয়স ছিল ৪৩। খেতাব জিতে দুনিয়ার এক নম্বর ডবলস খেলোয়াড় হওয়ার নজির গড়েছিলেন কর্ণাকের বেঙ্গালুরুর এই টেনিস তারকা।

মিক্সড ডবলসের সেমিফাইনালে উঠলেন রোহন বোপান্না

গত বছর ইউএস ওপেনের ডবলসের ফাইনালে উঠেছিলেন রোহন।