Paris Olympics 2024: দক্ষিণকে উত্তর বলে কোরিয়া বিভ্রাটে মাথানত প্যারিস অলিম্পিকের

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বড় বিভ্রাট! গতকাল, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীতে অভিনব মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটদের আইওসি-র অফিসিয়াল সম্প্রচারে বলা হল উত্তর কোরিয়ান হিসেবে।

South Korea expresses regret after its athletes introduced as North Korea at opening ceremony. (Photo Credits: X)

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বড় বিভ্রাট! গতকাল, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীতে অভিনব মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটদের আইওসি-র অফিসিয়াল সম্প্রচারে বলা হল উত্তর কোরিয়ান হিসেবে। দুই কোরিয়ানদের গুলিয়ে আয়োজকদের লজ্জায় ফেলে দিলেন ধারাভাষ্যকার-রা। প্যারিস অলিম্পিকে এবার দক্ষিণ কোরিয়ার এবার ১৪২ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। অফিসিয়াল, কর্মকর্তা, কোচ সহ ১৬০ জনের দক্ষিণ কোরিয়ান দল উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে সিন নদীর ওপর দিয়ে যখন বোটে চড়ে যাচ্ছে, তখন তাদের আইওসি-র সম্প্রচারে ধারাভাষ্যকাররা বলতে থাকেন, উত্তর কোরিয়ার দল এবার এগিয়ে চলেছে....। দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বরাবরই সাপে নেউলে, এখন সেই সম্পর্ক আরও খারাপ হয়েছে।

উত্তর কোরিয়া মিসাইল ছুড়ে দক্ষিণ কোরিয়াকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। রাগ দেখিয়ে দক্ষিণ কোরিয়ায় নোংরা আবর্জনা বোঝাই বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া। পাল্টা উত্তর কোরিয়ার দিকে মুখ করে তারস্বরে মাইক বাজাচ্ছে দক্ষিণ কোরিয়াকে। এমন সময় তাদের উত্তর কোরিয়া বলায় বেজায় চটেছে দক্ষিণ কোরিয়া।

দেখুন ভিডিয়ো

দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে প্যারিস অলিম্পিকের আয়োজকদের প্রতিবাদ জানিয়ে কড়া চিঠি লিখেছে। এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল-কে (Yoon Suk Yeol )ফোন করে ক্ষমা চাইতে চলেছেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ।