Sara Ali Khan, Sara Tendulkar, Shubman Gill (Photo Credit: Instagram)

ভারত (India), নিউজিল্যান্ড ম্যাচে রেকর্ড গড়লেন শুভমন গিল (Shubman Gill )। হায়দরাবাদের উপ্পলে ভারত, নিউজিল্যান্ড ম্যাচে শুভমন গিল যখন ২০০-র বেশি রান করে ধুরন্ধর ব্যাটিং করেন, সেই সময় ক্রিকেটারকে দেখে সারা, সারা বলে রব উঠতে শুরু করে। সারা তেন্ডুলকর (Sara Tendulkar) না সারা আলি খান (Sara Ali Khan), কার নাম ধরে শুভমন গিলকে লক্ষ্য করে স্লোগান উঠতে থাকে, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সম্প্রতি শুভমন গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের নাম জড়িয়ে গুঞ্জন ওঠে। সারা তেন্ডুলকর, শুভমন গিলের সম্পর্ক নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, সেই সময় ক্রিকেটারের সঙ্গে দেখা যায় সারা আলি খানকে।

আরও পড়ুন: Sara Ali Khan ডেট করছেন ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে? ভাইরাল ভিডিয়ো

মুম্বইয়ের এক রেস্তোরাঁয় সইফ-কন্যা সারা আলি খানের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শুভমন গিলকে। যা নিয়ে ফের চর্চা শুরু হয়ে যায়। এবারও তার অন্যথা হয়নি। তবে সারা তেন্ডুলকর না সারা আলি খান, কাকে লক্ষ্য করে শুভমনের উদ্দেশে স্লোগান দেওয়া হয়, তা নিয়ে ওঠে প্রশ্ন। দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram