জাদেজার 'বন্ধু' খোঁচা, বন্ধু সঞ্জয়ের পাল্টা

রবীন্দ্র জাদেজা-সঞ্জয় মঞ্জেরেকরের মধ্যে অম্ল মধুর সম্পর্কের কথা সবার জানা। ক্রিকেটার জাদেজা সবচেয়ে বড় সমালোচক হিসেবে প্রাক্তন ক্রিকেটার-ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরকেরর নামটাই সবাই জানে।

Sanjay Manjrekar (Photo Credits: Instagram/ Sanjay Manjrekar)

মুম্বই, ৩০ সেপ্টেম্বর: রবীন্দ্র জাদেজা-সঞ্জয় মঞ্জেরেকরের মধ্যে অম্ল মধুর সম্পর্কের কথা সবার জানা। ক্রিকেটার জাদেজা সবচেয়ে বড় সমালোচক হিসেবে প্রাক্তন ক্রিকেটার-ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরকেরর নামটাই সবাই জানে। সঞ্জয় যতবার জাদেজার কঠোর সমালোচনা করেছেন, জাড্ডু ততবার তাঁকে ভুল প্রমাণ করেছেন। সেই জাদেজা গতকাল একটা টুইটে মজা করে সঞ্জয় মঞ্জেরেকরের ছবি দিয়ে লিখেছিলেন, টিভিতে আমার বন্ধু সঞ্জয় মঞ্জেরকরকে দেখছি। তিরুবন্ততপুরামে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্জেরকরের ছবি দিয়েই মজা করে এমন লিখেছিলেন জাড্ডু।

তাঁকে নিয়ে জাদেজার এমন মজার টুইটের জবাব দিলেন সঞ্জয় মঞ্জেরকর। দেশের প্রাক্তন ক্রিকেটার-ধারাভাষ্যকার বললেন, আমার বন্ধু তোমার সঙ্গে মাঠে দেখা হওয়ার জন্য মুখিয়ে আছি।" বোঝাই যাচ্ছে মঞ্জেরকর আসলে, ঘুরিয়ে বোঝালেন একবার মাঠে নামো, আবার সমালোচনা শুরু করব।

দেখুন টুইট

ক দিন আগে ম্যাচ শেষে জাদেজাকে দেখে টিভি অনুষ্ঠানে মঞ্জেরকর প্রশ্ন করেছিলেন, আশা করি আমি প্রশ্ন করলে তোমার কোনও অসুবিধা হবে না। জাদেজা হাসিমুখেই তাঁর সবচেয়ে বড় সমালোচক মঞ্জেরকরকে সামলেছিলেন। এশিয়া কাপে চোট পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে জাদেজা এখন ঘর বসা।



@endif