Sania Mirza-Shoaib Malik: সানিয়া-শোয়েবের বিচ্ছেদ সম্পূর্ণ, দাবি মির্জা-মালিকের ঘনিষ্ঠ বন্ধুর

বেশ কিছুদিন ধরে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এসবের মাঝে সানিয়া মির্জা নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে পোস্ট শেয়ার করেন, তা নিয়ে আরও এক দফা জল্পনা শুরু হয়ে যায়।

Sania Mirza, Shoaib Malik (Photo Credit: Instagram)

দিল্লি, ১০ নভেম্বর: সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদ সম্পূর্ণ হয়ে গিয়েছে।  বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এবার এমনই দাবি করলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের এক কাছের বন্ধু। রিপোর্টে প্রকাশ, সানিয়া মির্জা এবং শোয়েব মালিক আর একসঙ্গে থাকছেন না। দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি কিছু তিনি আর এই মুহূর্তে বলতে পারবেন না বলে জানান মির্জা, মালিকের ওই কাছের বন্ধু।

বেশ কিছুদিন ধরে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের (Shoaib Malik) বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এসবের মাঝে সানিয়া মির্জা নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে পোস্ট শেয়ার করেন, তা নিয়ে আরও এক দফা জল্পনা শুরু হয়ে যায়। তবে সানিয়া মির্জা এবং শোয়েব মালিক একসঙ্গে না থাকলেও, তাঁরা একসঙ্গে ছেলে ইজহান মির্জা মালিকের দেখাশোনা করছেন বলে জানা যায়।

যদিও সানিয়া মির্জা এবং শোয়েব মালিক  এ বিষয়ে এখবও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।