Paris Paralympics 2024: এবার কি তৃতীয় সোনা জিতবেন অবনী লেখারা! এবার ৫০ মিটার রাইফেলের ফাইনালে জয়পুরের প্যারা শ্য়ুটার

টানা দুটো প্য়ারালিম্পিক্সে সোনা জিতে নজির গড়েছেন ভারতের তারকা শ্যুটার অবনী লেখারা। টোকিও-র পর প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের স্ট্যান্ডিং-এর SH1 বিভাগে সোনা জিতেছেন রাজস্থানের ২২ বছরের শ্যুটার অবনী।

Avani Lekhara in the Final. (Photo Credits: X)

টানা দুটো প্য়ারালিম্পিক্সে (Paralympics) সোনা জিতে নজির গড়েছেন ভারতের তারকা শ্যুটার অবনী লেখারা (Avani Lekhara)। টোকিও-র পর প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের স্ট্যান্ডিং-এর SH1 বিভাগে সোনা জিতেছেন রাজস্থানের ২২ বছরের শ্যুটার অবনী। এবার অবনী ফাইনালে উঠলেন ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশনের SH1 ( 50m Rifle 3P SH1) বিভাগে। কোয়ালিফিকেশন রাউন্ডে সপ্তম স্থানে থেকে ফাইনালে উঠলেন অবনী। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় (ভারতীয় সময়) ফাইনালে জিতে প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিক্সে তৃতীয় সোনার পদকের লক্ষ্যে নামবেন জয়পুরের ২২ বছরের তারকা শ্যুটার।

অবনী লেখারা ছাড়াও টানা দুটো প্যারালিম্পিক্সে সোনা জেতার নজির গড়েছেন জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল। এ ছাড়াও প্যারা ব্যাডমিন্টনে সোনা জিতেছেন নীতেশ কুমার।

আরও একটি বিভাগের ফাইনালে উঠলেন অবনী লেখারা

চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা এখনও পর্যন্ত ৩টে সোনা, ৫টি রুপো সহ মোট ১৫টি পদক জিতেছে। যেখানে টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয়রা ৫টি সোনা সহ মোট ১৯টি পদক জিতেছিল।