Manu Bhaker: এবার ২৫ মিটার পিস্তলের ফাইনালে জোড়া পদকজয়ী মানু ভাকের, পদকের হ্যাটট্রিক কি সময়ের অপেক্ষা

প্যারিস অলিম্পিকে অপ্রতিরোধ্য মানু ভাকের (Manu Bhaker)। দুটো ইভেন্টে পদক জয়ের পর আরও একটির ফাইনালে উঠলেন পিস্তল হাতে বিপজ্জনক হরিয়ানার ২২ বছরের মিষ্টি মেয়ে।

Manu Bhaker. (Photo Credits: X)

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) অপ্রতিরোধ্য মানু ভাকের (Manu Bhaker)। দুটো ইভেন্টে পদক জয়ের পর আরও একটির ফাইনালে উঠলেন পিস্তল হাতে বিপজ্জনক হরিয়ানার মিষ্টি মেয়ে। শুক্রবার মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে মানু দ্বিতীয় হয়ে ফাইনালে উঠলেন। অবিশ্বাস্য সব শট নিয়ে ৫৯০-২৪X স্কোর করে তাঁর তৃতীয় অলিম্পিক পদক জয়ের দোরগড়ায় মানু। সব ঠিকঠাক চললে, একই অলিম্পিকে তিনটি পদক জয়ের বিরল ক্লাবের সদস্য হবেন মানু। পাশাপাশি শ্য়ুটিং থেকে আইফেল টাওয়ারের দেশ ভারত চারটি পদক জিতে ফেলবে।

বিশেষজ্ঞরা বলছেন, আগের  দুটো ইভেন্টের চেয়েও মানুকে এদিনের ২৫ মিটার পিস্তলে বেশী স্বপ্রতিভ ও স্বাচ্ছন্দ্য দেখিয়েছে। দুটো পদক জেতায় আত্মবিশ্বাসও তুঙ্গে তাঁর। ফলে এবার মানুর থেকে সোনার আশায় গোটা দেশ। যদিও এটা ঠিক অলিম্পিকের শ্যুটিংয়ের ফাইনাল পুরোপুরি স্নায়ুর লড়াই, আর ভাগ্যের চাকার পরিহাস।

চলতি প্যারিস অলিম্পিকে মানু এর আগে ১০ মিটার এয়ার পিস্তল ও ১০ মিটার মিক্সড টিম ইভেন্টে সারাবজত সিংকে নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। এর আগে একই অলিম্পিকে কোনও ভারতীয়র একটার বেশী পদক ছিল না। মানু সেই রেকর্ডটা প্যারিসে ভেঙেছেন। এবার মানু আরও একটা নজির গড়ার পথে। সেটি হল, দেশের প্রথম অলিম্পিয়ান হিসেবে তিনটি পদক জেতা। এর আগে সুশীল কুমার (কুস্তি, ২০০৮ বেজিং গেমস ও ২০১২ লন্ডন) এবং পিভি সিন্ধু (ব্যাডমিন্টন ২০১৬ রিও অলিম্পিক, ২০২০ টোকিও গেমস)-এ পদক জিতেছেন।

২৫ মিটার এয়ার পিস্তলে মানুর পাশাপাশি আরও এক ভারতীয় মহিলা শ্য়ুটার। তিনি একটা সময় দারুণ করলেও শেষ অবধি ৫৮১ -১৭Xপয়েন্ট পেয়ে ১৮তম স্থান পেলেন। যেখানে প্রথম আটজন শ্যুটার ফাইনালে খেলবেন।

প্রসঙ্গত, প্যারিসে এখনও পর্যন্ত ভারতের তিনটি পদকই এসেছে শ্যুটিং থেকে। মানু ভাকের জোড়ার পদকের পাশাপাশি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল কুসালে।



@endif