Deepika Kumari: দু বারের পদক জয়ীকে হারিয়ে শেষ আটে দীপিকা, বিদায় ভজনের

২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে মানু ভাকেরের হতাশার চতুর্থ স্থান পাওয়ার ঠিক ঠিক পরে তিরন্দাজির মাঠ থেকে সুখবর। তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপিকা কুমারী (Deepika Kumari)।

Deepika Kumari. (Photo Credits: X)

প্যারিস, ৩ অগাস্ট: ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে মানু ভাকেরের হতাশার চতুর্থ স্থান পাওয়ার ঠিক ঠিক পরে তিরন্দাজির মাঠ থেকে সুখবর। তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপিকা কুমারী (Deepika Kumari)। প্রথমবার অলিম্পিক পদক থেকে দুটি কঠিন ম্যাচ দূরে দাঁড়িয়ে দীপিকা। প্রি কোয়ার্টার ফাইনাল দীপিকা হারালেন দুবারের অলিম্পিক পদক জয়ী জার্মানির তারকা তিরন্দাজ মাইকেল ক্রোপ্পেনকে। দীপিকা ৬-৪ হারালেন জার্মান তারকা তিরন্দাজকে। তবে দীপিকা জিতলেও প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের তারকা তিরন্দাজ ভজন কৌর।

ইন্দোনেশিয়ার তিরন্দাজের কাছে ২-৬ হারলেন ভজন। প্রসঙ্গত, গতকাল তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে আমেরিকার কাছে হেরে একটুর জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল ভারত। অঙ্কিতা ভগত-ধীরাজ বোম্মাদেভারা-রা দেশকে প্রথমবার অলিম্পিক তিরন্দাজির সেমিফাইনালে তুলেছিলেন।

দেখুন ছবিতে

তবে সেমিতে দক্ষিণ কোরিয়ার কাছে ২-৬, ও ব্রোঞ্জ জয়রে ম্যাচে আমেরিকার কাছে একই ব্যবধানে হেরে পদক হাতছাড়া হয় ভারতের। প্রসঙ্গত, গত কয়েক বছর বিশ্ব তিরন্দাজির বড় মঞ্চে ভারত বড় সাফল্য পেলেও দোলা কুমারী থেকে দীপিকা কুমারী-রা অলিম্পিকে বারবার হতাশ করেন। এখন দেখার দীপিকা প্যারিসে ব্যক্তিগত বিভাগে কী করেন। দলগত বিভাগে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই প্যারিস অলিম্পিকে হতাশ করেছে ভারতীয় তিরন্দাজ দল।