Paris Olympics 2024: ফুটবল থেকে হকি, টেনিস: প্যারিস অলিম্পিকে পদকের দোরগড়ায় দাঁড়িয়ে কারা

ফুটবল, হকির এখন গ্রুপ লিগের খেলা শেষে নক আউটের খেলা শুরু হচ্ছে। টেনিসে আবার একেবারে শেষের দিকে চলে এসেছে খেলা।

Paris Olympics Medal (Photo Credit: @worldsailing/ X)

দেখতে দেখতে সপ্তাহ গড়াতে চলল প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024)। বেশ জমে উঠেছে এবারের অলিম্পিক। ফুটবল, হকির মত খেলা নিয়ে অলিম্পিকের আকর্ষণ থাকে। টেনিস নিয়েও আগ্রহ অনেকটাই থাকে। ফুটবল, হকির এখন গ্রুপ লিগের খেলা শেষে নক আউটের খেলা শুরু হচ্ছে। টেনিসে আবার একেবারে শেষের দিকে চলে এসেছে খেলা।

আসুন দেখে নেওয়া যাক এই সব খেলাগুলির নক আউটের ক্রীড়াসূচি

Paris Olympics 2024

Mens's Footbll

পুরুষদের ফুটবলে

অলিম্পিকে এবার পুরুষদের ফুটবলের শেষ আটে সবচেয়ে মুখরোচক লড়াই দু বছর আগে কাতার হওয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্টের লড়াই। কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এশিয়ার একমাত্র দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে জাপান। শেষ চারে উঠতে হলে জাপানকে হারাতে হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে। গ্রুপ লিগের বিতর্কিত ম্যাচে আর্জেন্টিনাকে হারানো মরক্কো সেমিতে ওঠার লড়াইয়ে খেলবে আমেরিকার বিরুদ্ধে। অন্য কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে ইজিপ্ট।

কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি

2 অগাস্ট: আর্জেন্টিনা বনাম ফ্রান্স

2 অগাস্ট: প্যারাগুয়ে বনাম ইজিপ্ট

2 অগাস্ট:মরক্কো বনাম আমেরিকা যুক্তরাষ্ট্র

2 অগাস্ট: স্পেন বনাম জাপান

মহিলাদের ফুটবলে

কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি

৩ অগাস্ট: ব্রাজিল বনাম ফ্রান্স

৩ অগাস্ট:স্পেন বনাম কলম্বিয়া

৩ অগাস্ট:আমেরিকা বনাম জাপান

৩ অগাস্ট:জার্মানি বনাম কানাডা

Mens' Hockey

পুরুষদের হকি

পুরুষদের হকিতে গ্রুপ লিগের খেলায় তেমন অঘটন হয়নি। দশটি দেশকে দুটি গ্রুপে ভাগ করে হচ্ছে খেলা। দুটি গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে, বাকি দুটি করে নক আউটের লড়াই থেকে ছিটকে যাবে। বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা চারটি দলই বিদায় নিয়েছে। গ্রুপ এ থেকে কোনও ম্যাচ না জিতে নক আউটের আশা হয়ে গিয়েছে আয়োজক দেশ ফ্রান্স ও দক্ষিণ আফ্রিকার। আর গ্রুপ বি থেকে বিদায় নিয়েছে নিউ জিল্যান্ড ও আয়ারল্য়ান্ড। কোন আটটি দল নক আউটে খেলবে তা ঠিক হয়ে গিয়েছে।

এবার গ্রুপের শেষ ম্যাচের ফলের ভিত্তিতে ঠিক হবে কে কার সঙ্গে খেলবে। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে এগিয়ে জার্মানি (৪ ম্যাচে ৯ পয়েন্ট)। প্রথম হওয়ার লড়াইয়ে গ্রেট ব্রিটেন (৮ পয়েন্ট), নেদারল্যান্ডস (৭ পয়েন্ট) ও স্পেন (৭ পয়েন্ট)। গ্রুপের শেষ ম্যাচে জার্মানির প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন। স্পেন খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভারতের গ্রুপে শীর্ষ হচ্ছে বিশ্ব হকিতে এখন এক নম্বর দেশ বেলজিয়াম (৪ ম্যাচ ১২ পয়েন্ট)। এবার দ্বিতীয় হওয়ার লড়াইয়ে ভারত (৭ পয়েন্ট), অস্ট্রেলিয়া (৭) ও আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বেলজিয়াম খেললে আর্জেন্টিনার বিরুদ্ধে।

কোয়ার্টার ফাইনালে কোন আটটি দল উঠেছে

গ্রুপ এ থেকে- জার্মানি, গ্রেট ব্রিটেন, নেদারল্যান্ডস, স্পেন

গ্রুপ বি থেকে- বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ভারত, আর্জেন্টিনা

Womens Hockey

মহিলাদের হকি

কোয়ার্টার ফাইনালে কোন আটটি দল উঠেছে

গ্রুপ এ থেকে- বেলজিয়াম,নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন।

গ্রুপ বি থেকে- অস্ট্রেলিয়া,আর্জেন্টিনা, স্পেন, গ্রেট ব্রিটেন।

Men's Single Tennis

পুরুষদের সিঙ্গলস টেনিস

সেমিফাইনাল লাইনআপ

নোভাক জকোভিচ (সার্বিয়া) বনাম লরেঞ্জো মুসেত্তি (ইতালি)

কার্লোস আলকারাজ (স্পেন) বনাম ফেলিক্স আগুয়ের (কানাডা)

Women's Single Tennis

মহিলাদের সিঙ্গলস টেনিস

সোনা জয়ের ম্যাচ

ঝেং উইনউইন (চিন) বনাম ডোনা ভেরকিচ (ক্রোয়েশিয়া)

ব্রোঞ্জ জয়ের ম্যাচ

ইগা স্কোয়াতেক (পোল্যান্ড) বনাম আনা স্কিমিদলভো (স্লোভাকিয়া)



@endif