Novak Djokovic Gold: ২৪ গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ এবার জিতলেন অলিম্পিক সোনা, আলকারাজকে হারিয়ে অধরা মাধুরী জয় নোভাকের
অধরা মাধুরী অলিম্পিক সোনা জিতে কেরিয়ারের মহাসাফল্যের এভারেস্টে জয় করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। নিজের মুকুটে শুধু যে পালকটার অভাব ছিল সেটাই এবার প্যারিসে জিতে ফেললেন টেনিস
প্যারিস, ৪ অগাস্ট: তাঁর কেরিয়ারের অধরা মাধুরী অলিম্পিক সোনা জিতে কেরিয়ারের মহাসাফল্যের এভারেস্টে জয় করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। নিজের মুকুটে শুধু যে পালকটার অভাব ছিল সেটাই এবার প্যারিসে জিতে ফেললেন টেনিস বিশ্বের আদরের জোকার। রবিবার রোলা গাঁরোয় পুরুষদের সিঙ্গলসের উত্তেজক ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজকে ৭-৬, ৭-৬ হারিয়ে সার্বিয়াকে সোনা এনে দিলেন ৩৭ বছরের তরুণ জকোভিচ। উত্তেজক ফাইনালে দুটি সেটই জকোভিচ জিতলেন টাইব্রেকার। মাত্র ২১ বছরের আলকারাজের বিরুদ্ধে ১৬ বছরের বড় জকোভিচ ফিটনেস, অভিজ্ঞতায় টেক্কা দিয়ে সোনার পদকটা গলায় তুললেন।
অলিম্পিক সিঙ্গলস টেনিসে সবচেয়ে বেশী বয়সে সোনা জেতার নজির গড়লেন জোকার। ফরাসি ওপেনের কোর্টে দাঁড়িয়ে আলকারাজকে হারিয়ে উইম্বলডন ফাইনালে হারের প্রতিশোধটাও তুলে ফেললেন সার্বিয়ান কিংবদন্তি। বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ডস্লামেই জয় ও অলিম্পিক সোনা জয়ের নজির গড়ে ফেললেন জকোভিচ।
দেখুন খবরটি
টোকিও অলিম্পিকে ফেভারিট হিসেবে নেমেও সোনা জেতা দূরে থাকা ব্রোঞ্জও পাননি জকোভিচ। অথচ সেবার বছরের তিনটি গ্র্যান্ডাস্লাম জিতে টোকিও গেমসে নেমেছিলেন জকোভিচ। সেখানে এ বছর একটা গ্র্য়ান্ডস্লাম না জিতে প্যারিসে নেমে অলিম্পিক সোনা জিতে ফেলেলন জকোভিচ। তিনি যে এখনও ফুরিয়ে যাননি, বরং নিজের গ্র্য়ান্ডস্লামের সংখ্যা ২৪ থেকে ২৫-এ নিয়ে যেতে প্রস্তুত তা আলকারাজ-কে হারিয়ে সোনা জিতে বলে দিলেন জকোভিচ।
জকোভিচের ট্রফি ক্যাবিনেট
অস্ট্রেলিয়ান ওপেন-১০টি
উইম্বলডন- ৭টি
আমেরিকান ওপেন- ৪টি
ফরাসি ওপেন-৩টি
এবং
অলিম্পিক সোনা