Neeraj Chopra: আর্শাদ নাদিমের কাছে পিছনে পড়ে রুপো জিতে বড় কথা বললেন নীরজ চোপড়া
টানা দুটো অলিম্পিকে পদক জেতার আত্মতৃপ্তিটা নেই। বরং অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)-র গলায় ধরা পড়ল নিজের খেলায় আরও উন্নতির বিষয়টি।
প্যারিস, ৯ অগাস্ট: সোনা হারানোর আক্ষেপ নেই। টানা দুটো অলিম্পিকে পদক জেতার আত্মতৃপ্তিটাও নেই। নীরজ চোপড়া (Neeraj Chopra) বোঝালেন কেন তিনি সেরা। দু বার অলিম্পিক পদক জয়ের পরেও কোনও রকম আত্মতৃপ্তি নয় নীরজ বললেন, আমায় আরও ভাল পারফরম্যান্স করতে হবে। টোকিও-র প্যারিস অলিম্পিকে সোনা জেতা হল না। তবে পদক এল। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকে জোড়া পদক জিতলেন নীরজ চোপড়া। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার ৯২.৯৭ মিটার ছুঁড়ে জিতলেন সোনা। অলিম্পিক রেকর্ড গড়ে ব্যক্তিগত বিভাগে এই প্রথম পাকিস্তানকে সোনা এনে দিলেন আর্শাদ। ৮৮.৫৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ব্রোঞ্জ জিতলেন গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্স।
টোকিও-র থেকে দু মিটার বেশী দূরত্বে জ্যাভলিন ছুঁড়েও সোনা না জেতার হতাশা ধার পড়ল না নীরজের গলায়। বরং হরিয়ানার সোনার ছেলে বললেন, " প্রতিযোগিতা ভালই হয়েছিল। কিন্তু সব অ্যাথলিটেরই একটা দিন আসে, যেটা তার হয়। সেই দিনটা আজ আর্শাদের ছিল। আমি আমার সেরাটা দিয়েছিল, কিন্তু কিছু জিনিসে আমায় নজর দিয়ে উন্নতি করতে হবে। আমাদের জাতীয় সঙ্গীত পোডিয়াম বাজল না ঠিকই, কিন্তু আগামী দিনে সেটা অবশ্যই কোথাও না কোথাও বাজবে।" নিজের খেলায় আরও উন্নতি করার কথাই বলেছেন ২৬ বছরের নীরজ। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসেও নীরজ জ্যাভলিন হাতে নামবেন এমনটাই আশা সবার।
দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত, বছর তিনেক আগে টোকিও অলিম্পিকে নীরজ ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন। সেখানে পাকিস্তানের আর্শাদ নাদিম ৮৪.৬২ মিটার ছুঁড়ে পঞ্চম হয়েছিলেন। নীরজ এরপর ধারাবাহিকভাবে আন্তর্জাতিক স্তরে সোনা, পদক জিতে গিয়েছেন। অন্যদিকে, আর্শাদ ধাপে ধাপে নিজের খেলায় উন্নতি করেছেন। অলিম্পিক শুরুর আগে প্রায় ৯১ মিটারের কাছাকাছি জ্যাভলিন ছুঁড়ে আর্শাদ বুঝিয়েছিলেন, তিনি এবার সোনা জয়ের জন্য নামবেন। তবে কোয়ালিফিকেশন রাউন্ডেও বোঝা যায়নি নীরজকে ছাপিয়ে যেতে পারবেন পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু ফাইনালে সেটাই হল।