Najmul Hossain Shanto: বিদায় সাকিব, তিন ফর্ম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে নাজমুল হোসেন
বাংলাদেশ ক্রিকেটে নতুন শুরু। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হল নাজমুল হোসেন শান্তো (Najmul Hossain Shanto)-কে।
বাংলাদেশ ক্রিকেটে নতুন শুরু। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হল নাজমুল হোসেন শান্তো (Najmul Hossain Shanto)-কে। এতদিন সাকিব আল হাসানই তিন ফর্ম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন। গত বছর অক্টোবরে ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নাজমুলকে বাংলাদেশের নেতৃত্বে দেখা গিয়েছিল।
সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও নাজমুল অধিনায়কত্ব করেন। নিউজিল্যান্ড সফরেও তিনিই নেতৃত্বে ছিলেন। নাজমুলের নেতৃত্বে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট জেতে। নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারায় বাংলাদেশ, পরে জেতে একটি টি–টোয়েন্টিতেও।
দেখুন খবরটি
২৫ বছরের নাজমুল দেশের হয়ে ২৫টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ৭১টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৫টি সহ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭টি সেঞ্চুরি আছে। ৭ বছর ধরে দেশের হয়ে খেলা নিজের স্থান পাকা করে ফেলেছেন।