MS Dhoni: রোজগারে ধোনির 'ধুরন্ধর' ব্যাটিং, গত কয়েক বছরের তুলনায় কয়েক গুণ বেশি কর দিলেন মাহি

চলতি বছর নির্দিষ্ট সময়ের আগে ১৭ কোটি কর দিয়েছেন এম এস ধোনি। আয়কর দফতরের সূত্র অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল মাসে ১৭ কোটি কর দিয়েছেন ধোনি।

M S DHONI (Photo Credit: Instagram)

দিল্লি, ৯ নভেম্বর:  মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যে শুধু মাঠেই দুরন্ত ব্যাটিং করেন, তা নয়, নিজের জীবনের ক্ষেত্রেও তিনি অনবদ্য। এবার তার বড়সড় প্রমাণ মিলল।  মহেন্দ্র সিং ধোনি গত বছরের তুলনায় এবার অনেক বেশি টাকা কর দিলেন।  শুধু তাই নয় তথ্য বলছে, প্রত্যেকবার এম এস ধোনির কর দানের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।  প্রত্য়েক বছর তিনি আগেরবারের তুলনায় বেশি করে কর দেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মহেন্দ্র সিং ধোনির রোজগার কমেনি, উলটে তা বাড়তে শুরু করেছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও এম এস ধোনির কর  জমা করার মাত্রা পাচ্ছে বৃদ্ধি। বর্তমানে এম এস ধোনি একাধিক ব্যবসায় জড়িত। ফলে তাঁর ব্যক্তিগত রোজগারের মাত্রা বাড়ছে। সেই কারণে তিনি অগের তুলনায় অনেক বেশি কর দিচ্ছেন বলে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে।

জানা যাচ্ছে, চলতি বছর নির্দিষ্ট সময়ের আগে ১৭ কোটি কর দিয়েছেন এম এস ধোনি। আয়কর দফতরের সূত্র অনুযায়ী,  ২০২২ সালের এপ্রিল মাসে ১৭ কোটি কর দিয়েছেন ধোনি। প্রসঙ্গত ২০২১ -এর আর্থিক বছরে ধোনি ১৩ কোটি কর জমা করেন বলে খবর। ফলে গত বছরের তুলনায় এবার প্রাক্তন ক্রিকেটারের কর জমা করার মাত্রা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে প্রাথমিক অনুমান।

রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১-২২ সালের আর্থিক বছরে এম এস ধোনি ৩৮ কোটি কর জমা করেছেন। ২০২১-২২ সালে ধোনির মোট রোজগার ১৩০ কোটি। অন্যদিকে ২০২০-২১ সালের আর্থিক বছরে এম এস ধোনি কর দিয়েছেন ৩০ কোটি। ২০২৯-২০২০ সালের আর্থিক বছরে ২৮ কোটি আয়কর ভরেছেন ধোনি। ২০১৮-২০১৯ সালেও ২৮ কোটি করে আয়কর ধোনি জমা দিয়েছেন বলে খবর।