IPL 2023: চোট পেয়ে ছিটকে গেলেন জনি বেয়ারস্টো, পরিবর্তে ম্যাথু শর্টকে দলে নিল পঞ্জাব কিংস

চোটের কারণে ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টোকে চলতি আইপিএলে পাচ্ছে না পঞ্জাব কিংস।

IPL 2022 Mega Auction Live Updates Day 2

চোটের কারণে ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো (Jonny Bairstow)-কে চলতি আইপিএলে (IPl 2023) পাচ্ছে না পঞ্জাব কিংস (Punjab Kings)। বেয়ারস্টোর পরিবর্তে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি দলে নিল চলতি বছথর বিগ ব্যাশে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতা অস্ট্রেলিয়ার ২৭ বছরের ব্যাটার ম্যাথু শর্টকে। গত বছর ২ সেপ্টেম্বর গোড়ালিতে চোট পান বেয়ারস্টো। তারপর থেকে টি-২০ বিশ্বকাপ সহ দেশের হয়ে সব আন্তর্জাতিক ম্যাচ, সিরিজ মিস করেন তিনি।

চলতি বছর বিগ ব্যাশে বেশ কিছু অনবদ্য ইনিংস খেলেন শর্ট। কখনও অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও, বেয়ারস্টোর পরিবর্তে শর্টকেই বেছে নিল পঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট।

দেখুন টুইট

জনি বেয়ারস্টোকে ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় গত বছর নিলামে কিনেছিল পঞ্জাব। দারুণ বেশ কিছু ইনিংসও খেলেছিলেন ইংল্যান্ডের তারকা এই উইকেটকিপার-ব্যাটার। পয়লা এপ্রিল মোহালিতে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে পঞ্জাব কিংস।



@endif