Tokyo Olympics 2020: একটা জিতে, পদক থেকে দুটো ম্যাচ দূরে মেরী কম

আরও একটা অলিম্পিক পদক জয়ের পথে এক পা এগোলেন ভারতের তারকা বক্সার মেরী কম। রবিবার টোকিও অলিম্পিক মহিলাদের বক্সিংয়ে ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি)বিভাগের প্রথম রাউন্ডে মনীপুরের তারকা এই বক্সার ৪-১ হারালেন ডোমেনিকান রিপালবিকের মিগুলিনা গার্সিয়া হার্নানডেজকে।

মেরি কম। ফাইল ছবি। (Photo Credits: IOA/Twitter)

টোকিও, ২৫ জুলাই: আরও একটা অলিম্পিক পদক জয়ের পথে এক পা এগোলেন ভারতের তারকা বক্সার মেরী কম (Mary Kom)। রবিবার টোকিও অলিম্পিক মহিলাদের বক্সিংয়ে ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি)বিভাগের প্রথম রাউন্ডে মনীপুরের তারকা ৩৮ বছরের সুপার মম মেরী ৪-১ হারালেন ডোমেনিকান রিপালবিকের মিগুলিনা গার্সিয়া হার্নানডেজকে। দ্বিতীয় রাউন্ডে ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতের এই তারকা বক্সার খেলবেন ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে।

প্রসঙ্গত, দুটো ব্রোঞ্জ পদক থাকায় টোকিও অলিম্পিকে পদক নিশ্চিত করলে বক্সিংয়ে জিততে হয় তিনটি ম্যাচ-প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়। সোনা জিততে হল জিততে হয় পাঁচটা ম্যাচ। মেরী কম একটা ধাপ পার করলেন। এর আগে আজ সকালে ব্যাডমন্টিন সিঙ্গলসে প্রথম রাউন্ডের ম্যাচ অনায়াসে জেতেন পিভি সিন্ধু। টেবল টেনিসে দারুণ জয় পান মনিকা বাত্রা। মহিলাদের টিটি সিঙ্গলসের দ্বিতীয় রাউনন্ডজের ম্যাচে ইউক্রেনের মারগারিটা পেস্টোকারের বিরুদ্ধে ০-২ পিছিয়ে ছিলেন মনিকা সেখান থেকে দিল্লির বিখ্যাত এই টিটি তারকা ৪-৩ ম্যাচ জিতে নেন।

বাংলার প্রণতি নায়েক অবশ্য জিমন্যাস্টিক ফাইনালে উঠতে পারেননি। সানিয়া মির্জা প্রথম রাউন্ডেই টেনিসের ডবলস থেকে বিদায় নিয়েছেন।