Manu Bhaker: প্যারিসে জোড়া ব্রোঞ্জের হাতছানি মানুর সামনে, ফাইনালে ভাল লড়েও পদক পেলেন না রমিতা জিন্দাল
মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জয়ের পর, এবার ১০ মিটার এয়ার পিস্তলের দলগত মিক্সড ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারক রাউন্ডে উঠে গেলেন মানু ও সর্বজিৎ সিং।
প্যারিস অলিম্পিকে আরও একটা পদক জেতার সামনে পৌঁছে গেলেন ভারতের তারকা শ্য়ুটার মানু ভাকের (Manu Bhaker) । এই বিভাগেই পদক পেলে মানু প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিকে দুটি পদক জয়ের অনন্য নজির গড়বেন। এদিন, ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে মানু ও সর্বজিৎ জুটি তিন নম্বরে শেষ করেন। মানুদের গ্রুপে শীর্ষস্থান পায় তুরষ্কের তারহান সেভাল লায়ডা ও ডিকেচ ইউসুফ। পয়েন্ট তালিকায় দু নম্বরে থাকে সার্বিয়ার অরুনোভিচ জ়োরানা ও মিকেচ দামির। আর তৃতীয় স্থানে শেষ করলেন মানু ও সর্বজিৎ। প্রথম দুই স্থানে শেষ করা দুই গ্রুপ খেলবে সোনার ম্যাচে আর ভারতীয় জুটি মানু- সর্বজিৎ খেলবে ব্রোঞ্জের ম্যাচে। ব্রোঞ্জ জয়ের ম্যাচে মানুদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
এরপর মানু নামবেন ২৫ মিটার পিস্তল ইভেন্টে। প্রসঙ্গত, অলিম্পিকে দুটি পদক জয়ের নজির আছে শুধুমাত্র দু জন ভারতীয়র- সুশীল কুমার (কুস্তি, ২০০৮ ও ২১২ অলিম্পিক) ও পিভি সিন্ধু (ব্যাডমিন্টন, ২০১৬ ও ২০২০ অলিম্পিক)-র। কিন্তু তাঁরা কেউই একই অলিম্পিকে দুটি পদক পাননি। আরও পড়ুন-সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টির গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ হল বাতিল, জেনে নিন কারণ
মনু ভাকরের মত মহিলাদের শ্যুটিংয়ের ফাইনালে উঠলেও পদক জেতা হল না ভারতের তারকা শ্য়ুটার রমিতা জিন্দালের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রমিতা ভাল পারফর করলেও কিছুটা ভাগ্যের হাতে মার খেয়ে সাত নম্বরে শেষ করলেন। একটু পরেই পুরুষদের এয়ার রাইফেলের ফাইনালে নামছেন অর্জুন বাবুতা। প্রসঙ্গত, ১০ মিটার এয়ার রাইফেল বিভাগেই ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এদিকে, আরও একটা পদকের সামনে পৌঁছে গেলেন মানু ভাকের।