Rohan Bopanna: শেষ আটে উঠে ব়্যাঙ্কিং শীর্ষে ওঠার হাতছানি ৪৩ এর তরুণ রোহন বোপান্নার সামনে
৪৩ বছর বয়েসে পেশাদার টেনিসের সর্বোচ্চ মঞ্চ গ্র্যান্ডস্লাম টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রোহন বোপান্না।
৪৩ বছর বয়েসে পেশাদার টেনিসের সর্বোচ্চ মঞ্চ গ্র্যান্ডস্লাম টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রোহন বোপান্না (Rohan Bopanna)। অস্ট্রেলিয়ান জুটি ম্যাথু এবডেন (Matthew Ebden)-কে সঙ্গী করে তৃতীয় রাউন্ডে বোপান্না জিতলেন ৭-৬,৭-৬ কুলহফ-মেকচটিচ জুটির বিরুদ্ধে। সেই সুবাদে শেষ আটে উঠে এটিপি ব়্যাঙ্কিংয়ে ডবলস তালিকায় দুই নম্বরে উঠে এল বোপন্না-রা।
এবার আর্জেন্টিনার জুটি ষষ্ঠ বাছাই মাক্সিমো গঞ্জালেস-অ্যান্দ্রেস মোলতেনিকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে ৪৩ বছর বয়েসে এটিপি ব়্য়াঙ্কিংয়ে শীর্ষে ওঠার নজির গড়বেন বোপান্না।
দেখুন খবরটি
গত বছর ইউএস ওপেনে পুরুষদের ডবলসের ফাইনালে খেলে সবচেয়ে বেশী বয়েসে গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলার নজির গড়েছিলেন বোপান্না।